X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ৪  

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১৫:২২আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০২:১৭

ইউক্রেনে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার (২৯ অক্টোবর) জানিয়েছেন, গভীর রাতে চালানো কয়েকদফা হামলায় খারকিভ ও কিয়েভে অন্তত চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ইউক্রেনে প্রায় প্রতিরাতেই ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, আগের রাতে প্রায় ৪৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়। তারমধ্যে ২৬টি তারা বিধ্বস্ত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে খারকিভের মেয়র ইহোর টেরেকোভ জানিয়েছেন, মঙ্গলবার মাঝরাতে শহরের ওসনোভিয়ানস্কি এলাকায় বোমাহামলা চালায় রাশিয়া। এতে চারজন প্রাণ হারিয়েছেন।

এর আগে, খারকিভে সোমবার গাইডেড বোমা হামলা চালিয়েছিলো রাশিয়া। ওই হামলায় ১৯২০ এর দশকের গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ‘ডেরঝপ্রোম’ ভবন মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো জানিয়েছেন, বিধ্বস্ত ড্রোনের ভাঙা টুকরোর আঘাতে চারজন আহত হয়েছেন। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া হামলায় একটি আবাসিক ভবন ও একাধিক গাড়িতে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ বলেছে, রুশ ড্রোন হামলা প্রতিরোধে সক্রিয় ছিল ইউক্রেনের বিমান বাহিনী। বিধ্বস্ত ড্রোনের ভাঙা অংশ কিয়েভের পশ্চিমাঞ্চলীয় সোভিয়াটোশিনস্কিতে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

রুশ হামলার আকার সম্পর্কে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এদিকে, হামলার বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় আড়াই বছরের যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ক্রেমলিন। 

/এসকে/
সম্পর্কিত
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
পাকিস্তানে তেল-গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো