X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ট্রাম্প ‘লাগাম ছাড়া ক্ষমতা চাইছেন’, মার্কিনিদের সতর্ক করলেন হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩২আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩২

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প লাগাম ছাড়া ক্ষমতা অর্জনের চেষ্টায় আছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মঙ্গলবার (২৯ অক্টোবর) ওয়াশিংটনে আয়োজিত বিশাল এক জনসভায় এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হ্যারিস বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প কে, তা আমরা জানি। তিনি একজন ভারসাম্যহীন, প্রতিশোধ পরায়ণ, সদা ক্ষুব্ধ একজন ব্যক্তি। সেই মানুষ এখন নেমেছেন লাগামছাড়া ক্ষমতার খোঁজে।’

উন্মুক্ত জনসভায় প্রায় ৭৫ হাজার শ্রোতা উপস্থিত ছিলেন। হোয়াইট হাউজের নিকটবর্তী যে জায়গায় এই সমাবেশের আয়োজন করা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি ওখানে দাঁড়িয়েই সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। ওই বক্তব্যের পরেই ট্রাম্প-ভক্তরা ইউএস ক্যাপিটলে হামলা চালায়।

হ্যারিস বলেছেন, বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান প্রার্থী। তাই ‘সশস্ত্র জনতা’ দিয়ে ইউএস ক্যাপিটলে হামলা চালিয়ে নির্বাচনের ফল উলটে দিতে চেয়েছিলেন তিনি।

জনসভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেক নারী দলবেঁধে হ্যারিসকে সমর্থন জানাতে এসেছিলেন।

নিউইয়র্কের বাসিন্দা ড্যালিয়েলে হফম্যান বলেছেন, ‘একজন প্রেসিডেন্টের যা যা গুণাবলি আমি কল্পনা করেছিলাম, তার সবই ধারণ করেন হ্যারিস। তিনি সদা প্রফুল্ল, আন্তরিক ও শক্তিশালী একজন মানুষ। আর সবচেয়ে বড় কথা, তিনি একজন নারী।’

ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নেতা নির্বাচনের জন্য ইতোমধ্যে ৫ কোটি ৩০ লাখের বেশি মানুষ তাদের ভোট প্রদান করেছেন।

সব ভেদাভেদ ভুলে দেশের জন্য মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেছেন, ‘পরস্পরকে দোষারোপ করা বন্ধ করে আমাদের উচিত হাতে হাত রেখে দাঁড়ানো।’

/এসকে/
সম্পর্কিত
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
ফিলিপাইনের বিমানবন্দরে গাড়িচাপায় শিশুসহ নিহত ২
যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে পুনর্নির্বাচিত অস্ট্রেলিয়া সরকার
সর্বশেষ খবর
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
এলপিজির দাম কমলো ১৯ টাকা
এলপিজির দাম কমলো ১৯ টাকা
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?