X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ট্রাম্পকে চীনের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির আশা 

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১০:৫৯আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১০:৫৯

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালো চীন। মার্কিন নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান জানিয়ে চীন আশা প্রকাশ করেছে, পারস্পরিক মতপার্থক্য নিরসনে এবার বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ খবর জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার বলেছেন, মার্কিনিদের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি  আন্তরিক অভিনন্দন।  
আগের মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে ছিলেন ট্রাম্প। বাইডেন প্রশাসনও চীনের প্রতি খুব একটা নমনীয়তা দেখায়নি। বরং তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের বাগাড়ম্বরের মধ্যে চীনের প্রতি বিষোদগারও ছিল। ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন তিনি। ফলে চাপে থাকা চীনা অর্থনীতি আরও বেকায়দায় পড়তে পারে।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলি বুধবার প্রকাশিত কলামে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকে এক নতুন সম্ভাবনা হিসেবে আখ্যায়িত করে বলেছে, সুযোগ যদি হেলায় হাতছাড়া না করা হয়, তবে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের বিভিন্ন ভুল ধারণার কারণেই দুই দেশের সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে দাবি করে ওই কলামে বলা হয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত উপায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালিত হওয়া প্রয়োজন। এতে কেবল যুক্তরাষ্ট্র ও চীনের স্বার্থই রক্ষা হবে না, বরং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতাও নিশ্চিত হবে।  

/এসকে/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন