আঞ্চলিক উন্নয়নের জন্য এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের প্রকল্প ঘোষণা করেছে তুরস্ক। দেশের অন্যান্য অংশ থেকে পিছিয়ে থাকা কুর্দি প্রধান দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নতির জন্য রবিবার (২৯ ডিসেম্বর) এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে আঙ্কারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর সানিলিউরফাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তুরস্কের শিল্পমন্ত্রী ফাতিহ কাসির বলেছেন, ২০২৮ সাল পর্যন্ত ওই অঞ্চলে ১৯৮টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে এক হাজার ৪১৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে দেশটির সরকারের বহুবছরের সংঘাত এই পদক্ষেপের ফলে কমে আসতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। মূলত বিদ্রোহীদের কার্যকলাপের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো মাথাপিছু জিডিপিসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে অন্যান্য অঞ্চলের চেয়ে অনেকটা পিছিয়ে ছিল।
তিনি আরও বলেছেন, এই পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব হলে ওই অঞ্চলে প্রায় এক হাজার ৪০০ ডলার মাথাপিছু আয় বৃদ্ধি পেতে পারে।
তুরস্কের ২০২৩ সালের জরিপ অনুযায়ী, সানলিউরফার মাথাপিছু আয় প্রায় চার হাজার ৯৭১ মার্কিন ডলার, যেখানে দেশটির গড় মাথাপিছু আয় প্রায় ১৩ হাজার ২৪৩ ডলার।