X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ব্রাজিলীয় অভিবাসীদের সঙ্গে অপমানজনক আচরণের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব 

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১২:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:২৯

হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনায় এক জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিবিদকে তলব করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতাড়নের বিষয়ে সমঝোতা করতে সোমবার (২৭ জানুয়ারি) এই তলব করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন ব্রাসিলিয়াতে নিযুক্ত সর্বোচ্চ মার্কিন প্রতিনিধি গ্যাব্রিয়েল এস্কোবার। যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরদিনই এই পদক্ষেপ নিলো ব্রাজিল।

অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিবাদ থেকে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত। ট্রাম্প প্রশাসন অভিবাসীদের হাতকড়া পরিয়ে সামরিক বাহনে করে ফেরত পাঠালে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে থাকে।

শুক্রবার ব্রাজিলে ফেরত আসা অভিবাসীরাও হাতকড়া পরা অবস্থায় ফেরত এসেছেন। তারা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ফ্লাইটের সময় তারা দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তাদেরকে ওয়াশরুম ব্যবহারে বাঁধা দেওয়ার পাশাপাশি শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

শনিবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়, অভিবাসীদের ফেরত পাঠানোর সময় এসব অপমানজনক আচরণের অভিযোগের ব্যাখ্যা চাইতে মার্কিন কর্তৃপক্ষকে তলব করা হবে। 
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সকে ব্রাজিলের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, অভিবাসীদের ফ্লাইটে ফেরত পাঠানো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এই কূটনৈতিক বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য খোলামেলা আলোচনা করার পরিকল্পনাও করেছে ব্রাজিল।

ওই ব্রাজিলীয় কর্মকর্তা অবশ্য নিশ্চিত করেছেন, অভিবাসীদের প্রত্যাবর্তনে বাঁধা দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাদের। 

/এসকে/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন