X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

সুইডেনে কঠোর হচ্ছে আগ্নেয়াস্ত্র ক্রয় সংক্রান্ত আইন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩০

সুইডেনে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি দেশটির একটি বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠানে উপর্যুপরি গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সরকার জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানে আইন আরও কঠোর করার পাশাপাশি কিছু আধা-স্বয়ংক্রিয় (সেমি-অটোমেটিক) অস্ত্র নিষিদ্ধের বিষয়ে পার্লামেন্টের ডানপন্থি সমর্থকদের সঙ্গে একমত হয়েছে তারা।

তারা আরও জানায়, মূলত সামরিক আদলে তৈরি এআর-ফিফটিন এর মতো অস্ত্র নিষিদ্ধের চিন্তা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের একাধিক উপর্যুপরি গুলির ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার ওরেব্রোর ক্যাম্পাস রিসবের্গসকা স্কুলে এক বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হন। এরপর সন্দেহভাজন হামলাকারী নিজেকে গুলি করে হত্যা করেন। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী ও সুইডিশ মিডিয়ার দাবি অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী ছিলেন ৩৫ বছর বয়সী রিকার্ড অ্যান্ডারসন।

রয়টার্সের প্রশ্নের জবাবে সুইডিশ বিচারমন্ত্রী গুন্নার স্ট্রোম্মার বলেছেন, ওরেব্রোর ঘটনার প্রেক্ষাপটে আমাদের বিশ্বাস, কিছু অস্ত্র নিষিদ্ধকরণ ও কঠোর আইন প্রয়োগই কেবল যথাযথ ভারসাম্য নিশ্চিত করতে পারে।

অবশ্য ওরেব্রোর হামলায় ঠিক কোন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন, এআর ফিফটিনের মতো অস্ত্র নিষিদ্ধ করা মূলত একরকম প্রতিরোধমূলক পদক্ষেপ।

মূলত বন্যপ্রাণী শিকারের জন্য ২০২৩ সালে এআর ফিফটিন রাইফেলের বিক্রি অনুমোদিত হয়। গত দুবছরে প্রায় সাড়ে তিন হাজার লাইসেন্স অনুমোদন করা হয়েছে।

সরকার জানিয়েছে, মানসিক বা অন্যকোনও কারণে অনুপযুক্ত ব্যক্তিরা যেন অস্ত্র না পান, তা নিশ্চিত করতে পুলিশ ও জাতীয় স্বাস্থ্য কল্যাণ বোর্ডের মধ্যে তথ্য বিনিময় বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, কেবল যোগ্যরাই যেন অস্ত্র রাখতে পারেন, আমাদের তা নিশ্চিত করতে হবে।

অস্ত্র নিয়ন্ত্রণে আইন আরও কঠোর করার দাবি জানালেও সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি।

/এসকে/
সম্পর্কিত
এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক, ক্যুর অভিযোগ বিরোধী দলের
পুতিন-ট্রাম্প ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলা
বাংলাদেশিদের জন্য ভারতীয় মেডিক্যাল ভিসা এখনও সীমিত, সুযোগ নিচ্ছে চীন
সর্বশেষ খবর
কোহলির যুব বিশ্বকাপ জয়ী সতীর্থ এবার আইপিএলের আম্পায়ার
কোহলির যুব বিশ্বকাপ জয়ী সতীর্থ এবার আইপিএলের আম্পায়ার
চাঁদাবাজ-দখলদারদের হাত গুঁড়িয়ে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
চাঁদাবাজ-দখলদারদের হাত গুঁড়িয়ে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটাবেইস ইসিকে দিতে সম্মত ইউএনএইচসিআর
রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটাবেইস ইসিকে দিতে সম্মত ইউএনএইচসিআর
‘বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে’
‘বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে’
সর্বাধিক পঠিত
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার