মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি বাস সেতু থেকে ছিটকে দূষিত খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাজধানীর দমকলবাহিনীর এক মুখপাত্র বলেছেন, দুর্ঘটনাস্থলে এখনও অনেকে জীবিত আটকা পড়ে আছেন।
ব্যস্ত মহাসড়ক ধরে চলতে থাকা বাসটি পুনেট বেলিস নামক সেতু থেকে প্রায় ২০ মিটার নিচের খাদে পড়ে যায়। সেতুটি একটি সড়ক ও নালার ওপর দিয়ে গেছে।
দুর্ঘটনাস্থলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। ছবিতে দেখা গেছে, বাসটি নোংরা পানিতে অর্ধ-নিমজ্জিত অবস্থায় আছে। এর আশেপাশে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ইতস্তত পড়ে থাকতে দেখা যায়।
এই দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট আরেভালো বলেছেন, ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আজকের এই হৃদয়বিদারক ঘটনায় তাদের কষ্টে আমি সমব্যথী।