ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী চীন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানিতে আয়োজিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইইউ নীতিনির্ধারণী প্রধানের সঙ্গে আলোচনায় এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সম্মেলনের মূল আলোচনার বাইরে আলাদা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ভূরাজনৈতিক বা মৌলিক স্বার্থে ইইউ-এর সঙ্গে চীনের কোনও দ্বন্দ্ব নেই।
এছাড়া, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছেন ওয়াং ই। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বার্লিনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধিতে আগ্রহী বেইজিং।