ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভয়াবহ তুষারধসের ঘটনায় চারজন মারা গেছেন। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাতে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিতিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হিমালয় এলাকায় অবস্থিত অঞ্চল উত্তরখণ্ডে ভারী তুষারপাতের পর ওই ধস নেমেছিল।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বদ্রীনাথ মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে, সীমান্তবর্তী মানার গ্রামে শ্রমিকদের শিবিরের ওপর ওই তুষারধস হয়। বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরকিউ) একটি নির্মাণস্থল ছিল সেটি। সেখানে আটটি কনটেইনার ও একটি বিশ্রামছাউনি ছিল।
ওই শিবিরে মোট ৫৭ জন শ্রমিক ছিলেন, যার মধ্যে ২২ জন কোনও রকমে তুষারধস থেকে পালাতে সক্ষম হন।