X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৮:১৬আপডেট : ০৩ মে ২০২৫, ১৯:০৯

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশের ওপেনার জাওয়াদ আবরার। ৫ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচে এসে আরও একটি সেঞ্চুরির দেখা পেলেন যুব দলের এই ওপেনার। তার খেলা ১১৩ রানের ইনিংসে ৩৩৬ রান করে বাংলাদেশ। কঠিন লক্ষ্যে খেলতে নেমে ভরাডুবি দেখেছে লঙ্কান যুবারা। বাংলাদেশের বোলারদের তোপে ১৯০ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। ফলে ১৪৬ রানের বড় জয় পায় বাংলাদেশ। এই জয়ে ৬ ম্যাচ সিরিজ ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলো সফরকারীরা। 

শনিবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার আবরার ও কালাম সিদ্দিকী ৪৯ রানের জুটি গড়েন। কালাম ১৯ রানে আউটের পর আজিজুল হাকিমকে (২৩) সঙ্গে নিয়ে আবরার আরও ৩৬ রানের জুটি গড়েন। ৮৭ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে আবরার ও রিজান হোসেন মিলে গড়েন ১৩৫ রানের জুটি। এই জুটিতেই বড় সংগ্রহের পথ পেয়ে যায় বাংলাদেশের যুবারা। ৭৭ বলে ৮২ রান করে রিজান আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেন আবরার। 

দ্বিতীয় ওয়ানডেতে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকানো আবরারের ১১৫ বলের ইনিংসে ছিল ১৪ চার ও ৩ ছক্কা। ৪৫ বলে হাফ সেঞ্চুরির পর একটু ধীরে ব্যাট চালিয়েছেন। দুলনিথ সিগেরাকে ছক্কায় উড়িয়ে তিন অঙ্কে পৌঁছাতে তার লেগেছে আরও ৬০ বল। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার তিনি। এর আগে দ্বিতীয় ম্যাচেই ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১৩০ রান করেছিলেন আবরার। বাংলাদেশের যুব ক্রিকেটে এর আগে ওপেন করতে নেমে দুটি করে সেঞ্চুরি করেছেন অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়। চারটি করে আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের।

আবরার ও রিজানের পর সাইমুন বশিরের ৮ বলে ২৩ রানের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩৩৬ রান।
 
৩৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন লঙ্কান ব্যাটাররা। মিডল অর্ডারে বিমথ দিনসারা ৬৬ এবং লেট অর্ডারে রিসিথ নিমসানা ৩৯ রানের ইনিংসে লঙ্কা কোনোরকমে ১৯০ রান করতে পারে। আরও দ্রুত অলআউট হতে পারতো স্বাগতিকরা। কিন্তু শেষ উইকেটে ৩৩ রানের জুটিতে হারের ব্যবধান কিছুটা কমাতে পারে শ্রীলঙ্কা। 

বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ ৪১ রানে নেন তিনটি উইকেট। এছাড়া সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন সামিউন বশির, দেবাশীষ দেবা ও কালাম সিদ্দীক।

৬ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে এসে তৃতীয় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতেছে সফরকারীরা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৮ মে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের