চীন এবং ভারতের পারস্পরিক সফলতার জন্য অংশীদার হওয়া উচিত। শুক্রবার (৭ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত ১৪তম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, ড্রাগন ও হাতির পারস্পরিক সহযোগিতা উভয় পক্ষের জন্য একমাত্র সঠিক পদ্ধতি।
চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ওয়াং ই আরও বলেছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে একটি শক্তিশালী ভবিষ্যৎ তৈরি সম্ভব।