X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে দুটি বিষয়ে দৃঢ় নিশ্চয়তা চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০৯:২৩আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:২৩

ইউক্রেনের সঙ্গে যে কোনও শান্তি চুক্তিতে দুটি বিষয়ে দৃঢ় নিশ্চয়তা চায় রাশিয়া। এগুলো হলো- পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে তাদের অন্তর্ভুক্ত করা হবে না এবং ইউক্রেন সবসময় জোট নিরপেক্ষতা বজায় রাখবে। সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালেকজ্যানডার গ্রুশকো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যম ইজভেসতিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, রাশিয়ার দাবি মেনে নিলেই কেবল ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনও শান্তিচুক্তি হতে পারে। সম্ভাব্য যে কোনও চুক্তির জন্যই দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত দাবি রয়েছে মস্কোর। এর মধ্যে অন্যতম হলো ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা এবং ন্যাটো জোটে তাদের গ্রহণ না করা।

বক্তব্যের কোথাও যুদ্ধবিরতি প্রস্তাবের কথা উল্লেখ করেননি গ্রুশকো।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই প্রস্তাব মেনে নেবেন বলে আশাবাদী ট্রাম্প। তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হলেই কেবল এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন পুতিন।

এদিকে, পুতিনের সঙ্গে বৈঠক করতে সম্প্রতি মস্কো গিয়েছিলেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। মার্কিন মুলুকে ফিরে রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন,পুতিনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া, তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করতে পারেন ট্রাম্প।

ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপীয় মিত্রদের কিছু প্রস্তাবে নাখোশ হয়েছে ক্রেমলিন। যেমন কিয়েভের জন্য ন্যাটো অথবা শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব করেছে ব্রিটেন ও ফ্রান্স। এছাড়া, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, কিয়েভের অনুরোধ পর্যালোচনা করতে তারা প্রস্তুত আছেন।

এ বিষয়ে রাশিয়ার দৃঢ় আপত্তি স্মরণ করিয়ে দিয়ে গ্রুশকো বলেছেন, ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন কোনও তকমা দিয়েই ইউক্রেনে পশ্চিমা বাহিনীর মোতায়েন গ্রহণযোগ্য হবে না। পশ্চিমারা কোনও বাহিনী মোতায়েন করলে আমরা বুঝে নেব, সব পরিণতি বিবেচনা করেই তারা সংঘাতের পক্ষ হিসেবে অংশ নিয়েছে।

তবে শান্তি চুক্তির আলোচনা ফলপ্রসূ হলে নিরস্ত্র পর্যবেক্ষকের উপস্থিতি মেনে নিতে মস্কো সম্মত আছে বলে জানিয়েছেন গ্রুশকো।

এদিকে, রবিবার এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে কেবল কিয়েভের। ক্রেমলিনের এখানে মতামত দেওয়ার স্থান নেই।

তবে এসব পদক্ষেপে শান্তি নিশ্চিত হবে না বলে সতর্ক করেছেন গ্রুশকো। তিনি বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেওয়া এবং বহিরাগত বাহিনী মোতায়েন না করাই আঞ্চলিক শান্তি নিশ্চিতের একমাত্র উপায়। একমাত্র এভাবেই যুদ্ধের মূল কারণ সমাধান করা সম্ভব। কিয়েভের ইউরোপীয় মিত্রদের এটা বোঝা উচিত।

/এসকে/
সম্পর্কিত
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
সর্বশেষ খবর
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
কারাগারে আইভী
কারাগারে আইভী
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ