X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় কাজ করার তথ্য লুকিয়েছেন শিক্ষার্থী, অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১৪:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪:৪৩

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে দেশটির সরকার। ভিসা আবেদনপত্রে ওই শিক্ষার্থী জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-তে কাজ করার তথ্য সংযুক্ত করেননি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করার জন্য এই কারণই যথেষ্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনপন্থি আন্দোলনে জড়িত থাকায় ইতোমধ্যেই আইনি জটিলতার চক্রে আটকে যাওয়া খলিলের নির্বাসন মামলার একটি নথি রবিবার (২৩ মার্চ) প্রকাশিত হয়।

১৭ মার্চের ওই নথি যাচাই করে রয়টার্স দেখেছে, ২০২৩ সালে ইউএনআরডব্লিউএ-তে রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন খলিল। কেবল এই তথ্য প্রকাশ না করার কারণেই তাকে মার্কিন মুলুক থেকে বহিষ্কার করা যাবে বলে খলিলকে অবগত করেছে প্রশাসন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে কেন্দ্র করে বিতর্কিত হয়ে পড়ে ইউএনআরডব্লিউএ। ওই হামলায় সংস্থাটির ১২ জন কর্মী জড়িত ছিল বলে অভিযোগ তোলে ইসরায়েল। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ত্রাণ সংস্থাটির জন্য সহায়তা স্থগিত করে দেয় হোয়াইট হাউজ।

গত আগস্টে জাতিসংঘ জানায়, তদন্তের পর হামাসের হামলায় ৯ জন কর্মীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

ট্রাম্প প্রশাসন গত ৮ মার্চ খলিলকে আটক করে লুইজিয়ানা অঙ্গরাজ্যে পাঠিয়ে দেয়। তাকে দ্রুত দেশ থেকে বের করে দেওয়ার আইনি প্রক্রিয়া যাচাই করা হচ্ছে।

তবে এই মামলায় যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খলিলের সমর্থকদের দাবি, যুক্তরাষ্ট্রে ইসরায়েল নীতি ও গাজায় আগ্রাসনের বিরুদ্ধে জনসম্মুখে কথা বলার জন্যই তাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে, খলিল নিজেকে রাজনৈতিক বন্দি হিসেবে অভিহিত করছেন।

মার্কিন প্রশাসনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের মাটিতে খলিলের উপস্থিতি ও কর্মকাণ্ড তাদের পররাষ্ট্রনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তবে তার বহিষ্কারকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রায় আসার আগ পর্যন্ত খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বের করতে নিষেধাজ্ঞা দিয়েছেন এক বিচারক।

এ বিষয়ে খলিলে আইনজীবীদের কাছ থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স।

তবে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে খলিলের এক আইনজীবী রামি কাসীম বলেছেন, খলিলের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি দুর্বল ও এগুলো উদ্দেশ্যমূলক। সরকার শেষ মুহূর্তে তড়িঘড়ি তার বিরুদ্ধে প্রমাণ জড়ো করার চেষ্টা করছে। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার দায়েই তিনি এই ভোগান্তির শিকার হচ্ছেন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

/এসকে/
সম্পর্কিত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ