X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

নিজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্মকর্তার ছেলের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি বন্দুক হামলায় দুজন নিহত এবং ছজন আহত হয়েছেন। বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) হামলায় এক সাবেক পুলিশ কর্মকর্তার ছেলে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী হচ্ছে ২০ বছর বয়সী ফিনিক্স ইনকার। স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে স্টুডেন্ট ইউনিয়ন ভবনের কাছে গুলিবর্ষণ শুরু হয়। ঘটনার পরপরই শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয় এবং পুলিশ দ্রুত সাড়া দেয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

ক্যাম্পাস পুলিশ জানিয়েছে, পুলিশের গুলিতে আহত হয়েছেন ফিনিক্স ইনকার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট জানা যায়নি। হামলায় নিহতদের পরিচয় প্রকাশ না করলেও কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কেউ সেখানকার শিক্ষার্থী নন।

শেরিফ ওয়াল্ট ম্যাকনিল বলেছেন, হামলাকারী ব্যক্তির মা হচ্ছেন পুলিশ কর্মকর্তা জেসিকা ইনকার। তিনি একজন আদর্শ কর্মী। পুলিশ বাহিনীতে উন্নত ধরনের আগ্নেয়াস্ত্র আনা হলে পুরোনো অস্ত্রটি নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন জেসিকা।

তিনি আরও জানিয়েছেন, স্থানীয় শেরিফের কার্যালয়ে যুব পরামর্শ পরিষদের একজন নিয়মিত সদস্য ছিলেন হামলাকারী ব্যক্তি।

হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা অবগত করলে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে তাকে ব্রিফ করা হয়েছে। 
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার বাস্তবতা দেখে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করা হবে কিনা, জানতে চাইলে ট্রাম্প বলেন, এসব এলোপাতাড়ি হামলা ন্যাক্কারজনক এবং ভয়াবহ ঘটনা। কিন্তু মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকার সংরক্ষণ করা হয়েছে। তিনি এই আইনের একনিষ্ঠ সমর্থক এবং আইনটি রক্ষায় তিনি নিজেও চেষ্টা করেছেন।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডেস্যান্টিস নিহতদের জন্য শোক প্রকাশ করে বলেছেন, ভুক্তভোগীদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি। তবে জেনে রাখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তাদের দায়িত্ব পালনে তৎপর।

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে এলোপাতাড়ি গুলির ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে এক নিয়মিত আতঙ্কে পরিণত হয়েছে। বৃহস্পতিবারের হামলাটি ছিল ১১ বছরের মধ্যে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দ্বিতীয়বারে মতো গোলাগুলির ঘটনা। ২০১৪ সালে, এক সাবেক শিক্ষার্থী গ্রন্থাগারে গুলি চালিয়ে দুই ছাত্র এবং এক কর্মচারীকে আহত করেছিল।

/এসকে/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’