চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং এবং গুয়াংশি প্রদেশে টানা ভারী বর্ষণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলসহ অন্যান্য দুর্যোগের বিষয়ে সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনা জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রবিবার থেকে সোমবার পর্যন্ত জিয়াংশি, ঝেজিয়াং, ফুজিয়ান, গুয়াংশি, গুয়াংডং এবং উত্তর-পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশের কিছু অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়, ঝেজিয়াং, ফুজিয়ান, গুয়াংডং ও গুয়াংশির কিছু অংশে 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে। এই সংকেত পাহাড়ি ঢলের উচ্চ ঝুঁকিকে নির্দেশ করে।
চীনের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা চার স্তরে বিভক্ত। সবচেয়ে মারাত্মক অবস্থার জন্য লাল সতর্কতা, তারপর ঝুঁকির নিম্ন ক্রমানুসারে কমলা, হলুদ ও নীল সতর্কতা দেওয়া হয়।
চীনের আবহাওয়া বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ছয় দশক আগে দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর থেকে ২০২৪ ছিল সবচেয়ে উষ্ণ বছর। এর আগের বছরও উষ্ণতার দিকে চীনের সব রেকর্ড ভেঙে ফেলেছিল।
গত বছর উষ্ণ আবহাওয়ার সঙ্গে শক্তিশালী ঝড় এবং ভারী বর্ষণে ভুগেছে চীন। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গতবছর বিদ্যুৎ ব্যবহারের মাত্রাও অনেক বৃদ্ধি পেয়েছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলে তিয়ানশান পার্বত্য এলাকায় সোম ও মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।