X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পুরনো পতাকাতেই নিউজিল্যান্ডের আস্থা

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৮:১৪আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:১৭

শেষ পর্যন্ত পুরনো পতাকাতেই আস্থা রেখেছে নিউজিল্যান্ডের মানুষ। বর্তমান এবং নতুন আরেকটি পতাকার ওপর ভোটাভুটিতে পুরনো পতাকার পক্ষেই রায় দিয়েছেন অধিকাংশ নাগিরিক। অর্থাৎ, দেশটির বেশিরভাগ মানুষই তাদের পতাকা পরিবর্তন করতে চাচ্ছে না। এর ফলে নিউজিল্যান্ডের জাতীয় পতাকা পরিবর্তনের যে আলোচনা চলছিল সেটা বাতিল হয়ে গেলো।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বর্তমান পতাকার এক কোণে যুক্তরাজ্যের পতাকা ইউনিয়ন জ্যাকের নকশা রয়েছে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী এই পতাকা নিয়ে আপত্তি তোলেন জন কি। তার যুক্তি, নিউজিল্যান্ডের বর্তমান জাতীয় পতাকা একটি ঐতিহাসিক সময়কে তুলে ধরে যার থেকে নিউজিল্যান্ড অনেক দূরে সরে এসেছে। এরপর গণভোটের সিদ্ধান্ত হয়।

এবারের গণভোটের আগে কয়েকটি নকশার মধ্য থেকে একটি নকশা নির্বাচনের লক্ষ্যে গণভোট হয়েছিল। সেই ভোটে নির্বাচিত পতাকা ও বর্তমান পতাকার মধ্যে একটিকে বেছে নেওয়ার জন্য এবারের গণভোট অনুষ্ঠিত হলো।

নিউজিল্যান্ডের পতাকা

গণভোটের ফলাফলে দেখা গেছে, নিউজিল্যান্ডের ৫৬ দশমিক ৬ শতাংশ মানুষ পতাকা পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছে। নতুন পতাকার পক্ষে রায় দিয়েছেন ৪৩ দশমিক ১ শতাংশ মানুষ। ভোটাভুটিতে অংশ নেন ২১ লাখ মানুষ। বৃহস্পতিবার এই ফল ঘোষণা করা হয়। ১৯০২ সালের পর থেকেই বর্তমান পতাকা ব্যবহার করছে নিউজিল্যান্ড।

নির্বাচনে খরচ হয়েছে ১৭ মিলিয়ন ডলারেরও বেশি। এতে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জন কি। তিনি নতুন পতাকার পক্ষে ছিলেন। কিন্তু ভোটের ফলাফলে হতাশ হলেও জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে বলেছেন সবাইকে।

২০১৫ সালের শুরুতে তিনি নতুন জাতীয় পতাকার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রীর দফতরে নতুন জাতীয় পতাকার নকশা পাঠানোর আহ্বান জানান। প্রায় ১০ হাজার নকশা থেকে পাঁচটির সংক্ষিপ্ত তালিকা করা হয় এবং ওই পাঁচটি পতাকায় জনগণকে ভোট দিতে বলা হয়। নির্বাচিত নতুন পতাকাটির নকশা করেছেন নিউজিল্যান্ডের স্থপতি কেলি লকউড।

রুপালি ফার্ন নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক এবং চারটি তারকা সাউদার্ন ক্রসের প্রতীক। পতাকা সংস্কারের পুরো কাজে প্রায় এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতো বিপুল অর্থ ব্যয় নিয়ে নিউজিল্যান্ডের নাগরিকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা