X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

উ. কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনে দুর্ঘটনা, কর্মীদের শাস্তির হুমকি দিলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৫, ১৩:২৫আপডেট : ২২ মে ২০২৫, ১৩:২৫

উত্তর কোরিয়ায় নতুন যুদ্ধজাহাজের তলা খসে যাওয়ায় বেজায় চটেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এই দুর্ঘটনার কারণে জাহাজ তৈরি ও পরিচালনার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার হুমকি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) পাঁচ হাজার টনি একটি ডেস্ট্রয়ার কিমের উপস্থিতিতে উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অকস্মাৎ তলা খসে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে।

এই দুর্ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন কিম। উদ্বোধনকালেই জাহাজের এই বেহাল অবস্থার কারণে দেশের গৌরব ও মর্যাদা এক মুহূর্তে ধুলিস্যাত হয়েছে মন্তব্য করে সর্বোচ্চ নেতা বলেছেন, জাহাজ নির্মাণে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

দুর্ঘটনায় কোনও মারাত্মক ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা যায়নি।

বৃহস্পতিবারের এই দুর্ঘটনাকে চূড়ান্ত অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অবৈজ্ঞানিক পর্যবেক্ষণ দায়ী বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। আগামী জুনে পার্টি মিটিংয়ের আগে জাহাজ মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি। আর জানিয়েছেন, পরের মাসের একটি বৈঠকে দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাহাজ দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি কেমন হতে পারে, সেটা অবশ্য স্পষ্ট জানা যায়নি। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি সত্য হলে, দেশটিতে চুল ছাটা থেকে শুরু করে দক্ষিণ কোরীয় সিনেমা দেখা- যেকোনও কিছুর জন্য কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, পিয়ংইয়ং সাধারণত তাদের অভ্যন্তরীণ ইস্যু ফলাও করে প্রচার করে না। তবে দুয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে। গত নভেম্বরে একটি সামরিক স্যাটেলাইট মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন কিম। অবশ্য, ওই কর্মকর্তাদের ভাগ্যে পরে কী জুটেছে, তা জানা যায়নি।

/এসকে/
সম্পর্কিত
বন্যার কবলে কলকাতা ও পশ্চিমবঙ্গ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত ইরান, ইসরায়েলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা
ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪২৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪২৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারির সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারির সাক্ষাৎ
চট্টগ্রামে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত
চট্টগ্রামে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
আদালতে আত্মসমর্পণ করেছেন আ.লীগের ১১ নেতা
আদালতে আত্মসমর্পণ করেছেন আ.লীগের ১১ নেতা