X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের ছাঁটাই কর্মসূচিতে আদালতের সবুজ সংকেত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১৩:৪০আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৩:৪০

যুক্তরাষ্ট্রে ব্যাপক ছাঁটাই কর্মসূচির পথে ট্রাম্প প্রশাসনের আরেকটি বাঁধা কমলো। মঙ্গলবার (৮ জুলাই) দেশটির সর্বোচ্চ আদালতের রায়ের মার্কিন প্রেসিডেন্টের পক্ষে যাওয়ায় হাজার হাজার মার্কিনির চাকরি চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের আদেশক্রমে কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও মানবসম্পদ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থসহ ডজনখানেক মন্ত্রণালয়ে জনবল হ্রাসের এক ব্যাপক পরিকল্পনা করে প্রশাসন।

মঙ্গলবারের সংক্ষিপ্ত আদেশে সর্বোচ্চ আদালত জানায়, ট্রাম্পের নির্দেশ আইনগতভাবে বৈধ এবং তিনি ক্ষমতার সীমা অতিক্রম করেননি—এই যুক্তিতে ট্রাম্প প্রশাসনের জেতার সম্ভাবনা রয়েছে। তবে আদালত এও স্পষ্ট করেছে যে, কোনও নির্দিষ্ট সংস্থার ছাঁটাই পরিকল্পনার বৈধতা তারা এখনই যাচাই করছে না।

হোয়াইট হাউজের বিবৃতিতে এই রায়কে ‘প্রেসিডেন্টের বিজয়’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়।

তবে দু’জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই রায়ের পরও ছাঁটাই অবিলম্বে শুরু করা যাবে না। আইনি প্রক্রিয়া, ইউনিয়নবিরোধিতা এবং নাগরিক সেবা সংক্রান্ত সুরক্ষাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা ছাঁটাইয়ের সময়সীমা এবং পরিধি প্রভাবিত করতে পারে।

এর আগে মে মাসে, ক্যালিফোর্নিয়া আদালতের বিচারক সুসান ইলস্টন ট্রাম্পের ছাঁটাই পরিকল্পনায় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করে প্রশাসনিক ছাঁটাইয়ের নির্দেশনা দিয়ে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট।

এই মামলার বাদী পক্ষ, যাদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন, অলাভজনক সংস্থা ও স্থানীয় সরকার রয়েছে, গতকালের রায়কে ‘গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ আঘাত’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, তারা আইনি লড়াই চালিয়ে যাবে। তাদের মতে, ছাঁটাই পরিকল্পনা কার্যকর হলে কয়েক লাখ মানুষ চাকরি হারাতে পারেন এবং জনগণের ওপর নির্ভরশীল বহু সরকারি সেবা হুমকির মুখে পড়বে।

/এসকে/
সম্পর্কিত
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
পাকিস্তানে তেল-গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো