X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গর্ভপাত ইস্যুতে আবারও বিপাকে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৪:৫২আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৪:৫২
image

ডোনাল্ড ট্রাম্প গর্ভপাতের জন্য নারীদের শাস্তির বিধান চেয়ে করা বিতর্কিত মন্তব্য অস্বীকার করার পর আবারও প্রশ্নের মুখে পড়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ব্যাখ্যাতেও নিজের অবস্থান আড়ালও করতে পারেননি ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিপাকে পড়েন তিনি। ট্রাম্প বলেন, গর্ভপাতের বৈধতা নিয়ে বিদ্যমান আইন পরিবর্তিত না হওয়া পর্যন্ত এর বিধান অনুযায়ীই কাজ চলবে। তবে ওই আইন পরিবর্তনের পক্ষে নিজের অবস্থান আড়াল করতে পারেননি তিনি।
উল্লেখ্য, ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টে রুল জারির পর থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধ বলে বিবেচিত হয়ে আসছে। এমন অবস্থায় গর্ভপাতকে অবৈধ ঘোষণা করার পক্ষেই নিজেদের অবস্থান জানিয়ে আসছেন রিপাবলিকানরা।
বুধবার টাউন হলে অনুষ্ঠান চলার সময় গর্ভপাত ইস্যুতে নিজের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। সে সময় গর্ভপাতকে অবৈধ করা হলে গর্ভপাতকারী নারীদের শাস্তির বিধান রাখার পক্ষে মত দিয়ে সমালোচনার মুখে মুহূর্তেই নিজের অবস্থান থেকে খানিক সরে আসতে বাধ্য হন তিনি। আগের বক্তব্য থেকে খানিক সরে এসে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যদি গর্ভপাতকে অবৈধ উল্লেখ করে কংগ্রেস আইন পাস করে এবং প্রাদেশিক আদালতে সে আইন বহাল থাকে; কিংবা যদি অঙ্গরাজ্যগুলোকে গর্ভপাত নিষিদ্ধ ঘোষণা করার অনুমতি দেওয়া হয়, তবে চিকিৎসক কিংবা সংশ্লিষ্ট যারা নারীর গর্ভপাত করাবেন তাদের দায়ী করা হবে। এক্ষেত্রে নারীদের দায়ী করা হবে না। কারণ নারী এক্ষেত্রে ঘটনার শিকার। রোনাল্ড রিগ্যানের মতো আমি আমার অবস্থান পরিবর্তন করব না। একেবারে ব্যতিক্রম বাদ দিলে এসব ঘটনায় আমি মূলত জীবনপন্থী।’ 

তবে বিবৃতির পরও অব্যাহত থাকে ট্রাম্পের সমালোচনা।

এই প্রেক্ষাপটে শুক্রবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গর্ভপাত নিয়ে বিদ্যমান আইন জারি থাকা পর্যন্ত তার ভিত্তিতেই কাজের পক্ষে মত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘বিদ্যমান আইন গর্ভপাতকে বৈধতা দেয় এবং তা পরিবর্তিত না হওয়া পর্যন্ত সেভাবেই চলবে।’ তবে এই আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এক্ষেত্রে অঙ্গরাজ্যভিত্তিক আইনকেই পছন্দ করি।’ তিনি বলেন, ‘গর্ভপাত বৈধ না অবৈধ তা নির্ধারণের কাজ অঙ্গরাজ্যগুলোর হাতে ছেড়ে দিলে সেটি বেশি ভালো হবে বলে আমি মনে করি। তবে এই মুহূর্তে আইনগুলো নির্ধারণ করা আছে। আমি মনে করি এখন তার ভিত্তিতেই সবকিছু হওয়া উচিত।’

রিপাবলিকান ফ্রন্টরানার ট্রাম্প

ট্রাম্পের এ বক্তব্যের মানে গর্ভপাত নিয়ে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত নয় বলে দাবি করেছেন তার প্রচারণাবিষয়ক মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বরাবর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিদ্যমান আইন নিয়ে ট্রাম্প তার যথাযথ মূল্যায়ন দিয়েছেন। তিনি এটি স্পষ্ট করে বলেছেন যে তিনি প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত এখন যে আইন বিদ্যমান আছে তা বহাল থাকবে। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিচারপতি নিয়োগ দেবেন এবং আইন পরিবর্তন করে গর্ভপাত ইস্যুতে সিদ্ধান্তের ভার অঙ্গরাজ্যগুলোর হাতে ছেড়ে দেবেন। এ ব্যাপারে ট্রাম্প আগের অবস্থান পাল্টে যে নতুন বা ভিন্ন কিছু বলেছেন এমনটা নয়।’

গর্ভপাত ইস্যুতে ট্রাম্পের অবস্থান আসলে কী তা নিয়ে রক্ষণশীলরাও সন্দিহান। বর্তমানে নিজেকে জীবনপন্থী বলে উল্লেখ করলেও ১৯৯৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সবার ইচ্ছের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান জানিয়েছিলেন তিনি। গর্ভপাতকে অবৈধ ঘোষণা করার ব্যাপারে ট্রাম্প প্রথম কথা বলেন গত আগস্টে অনুষ্ঠিত রিপাবলিকানদের প্রথম বিতর্কে। সূত্র: দ্য গার্ডিয়ান, এনবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ