X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ব্রাসেলস হামলাকারীদের একজন ইইউ পার্লামেন্টে কাজ করতেন

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ০৯:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১০:০৯
image

ব্রাসেলস হামলায় অংশ নেওয়া এক সন্দেহভাজন একসময় ইউরোপিয়ান পার্লামেন্টে কাজ করতেন। ২০০৯ এবং ২০১০ সালে পরিচয় গোপন করে তিনি সেখানে কাজ করেছেন বলে ইইউ পার্লামেন্ট জানিয়েছে।

ওই সন্দেহভাজন ব্যক্তির নাম নাজিম লাকরাওই। বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, নাজিম ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলায় জড়িত ছিলেন। তিনি গত বছর নভেম্বরে প্যারিস হামলারও একজন সন্দেহভাজন।

নাজিম লাকরাওই

বুধবার ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নাজিম লাকরাওই ২০০৯ ও ২০১০ সালে গ্রীষ্মের ছুটিতে মাসব্যাপী পার্লামেন্টের ক্লিনার হিসেবে কাজ করেছেন। তবে ওই সময়ে তার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না বলেও প্রমাণাদি জমা দিয়েছে সংশ্লিষ্ট ক্লিনিং ফার্ম।

এদিকে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল তার দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তৎপর বলে উল্লেখ করেছেন। তিনি বেলজিয়ামকে ‘ব্যর্থ রাষ্ট্র নয়’ বলেও দাবি করেন। তিনি ওই হামলা ও ব্যর্থতায় বেলজিয়াম কর্তৃপক্ষের সবারই সমান দায় রয়েছে বলেও মন্তব্য করেন।

চার্লস মিশেল

উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। এ হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলেও হুমকি দেয়। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম