X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জাপানে আরও ভূমিকম্পের আশঙ্কা, ঘরহারা আড়াই লাখ মানুষ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৫:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:৫৪
image

জাপানে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আরও ভূমিকম্পের আশঙ্কায় প্রায় আড়াই লাখ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। জাপানে রেড ক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকাওয়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে আরও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আরসিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফিলিপাইন!

আশ্রয়কেন্দ্রে আড়াই লাখ মানুষ

আশ্রয়কেন্দ্রে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে মেগুমি কুডো নামক এক ব্যক্তি বার্তা সংস্থা এপি-কে বলেন, ‘পানি এবং বিদ্যুৎ ছাড়া আমরা কিছুই করতে পারি না। টেলিভিশন ছাড়া আমরা দুর্যোগ এবং ত্রাণ সহায়তার কথাও জানতে পারব না।’

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

তবে পার্লামেন্টে বিরোধী দলের তীব্র সমালোচনার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের অবস্থার উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আজ, আগামীকাল অথবা আগামী পরশুর মধ্যে আমরা একটি সম্পূর্ণ পুনরুদ্ধার অভিযান শুরু করব।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আড়াই লাখ জাপানি, উদ্ধার তৎপরতা চলছে

এবারের দুই দফা শক্তিশালী ভূমিকম্পে ৪২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। প্রায় ৩০ হাজার উদ্ধারকর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান

বৃহস্পতিবার ৬.৪ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানার একদিন পর শুক্রবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগর কুমামোতোয় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কারণে ভূমিধস ঘটেছে ও রাস্তাঘাট ভেঙ্গে পড়েছে। অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামতো প্রদেশের কিয়ুশু এলাকা। প্রত্যন্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে এবং ত্রাণ সহায়তা পৌঁছাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।  

ভূমিকম্পের মানচিত্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা উদ্ধারকাজে সহায়তার জন্য টিম পাঠাবে। জাপানে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা রয়েছে।

উদ্ধারকাজ চলছে

উল্লেখ্য, ২০১১ সালে জাপানে রিখটার স্কেলে ৯ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প এবং এর পরবর্তী সুনামিতে ১৯ হাজারেরও বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছিলেন। ওই সুঃসহ স্মৃতিকে সঙ্গী করেই ভীতি যাপন করছেন আড়াই লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন