X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

জাপানে আরও ভূমিকম্পের আশঙ্কা, ঘরহারা আড়াই লাখ মানুষ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৫:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:৫৪
image

জাপানে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আরও ভূমিকম্পের আশঙ্কায় প্রায় আড়াই লাখ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। জাপানে রেড ক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকাওয়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে আরও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আরসিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফিলিপাইন!

আশ্রয়কেন্দ্রে আড়াই লাখ মানুষ

আশ্রয়কেন্দ্রে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে মেগুমি কুডো নামক এক ব্যক্তি বার্তা সংস্থা এপি-কে বলেন, ‘পানি এবং বিদ্যুৎ ছাড়া আমরা কিছুই করতে পারি না। টেলিভিশন ছাড়া আমরা দুর্যোগ এবং ত্রাণ সহায়তার কথাও জানতে পারব না।’

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

তবে পার্লামেন্টে বিরোধী দলের তীব্র সমালোচনার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের অবস্থার উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আজ, আগামীকাল অথবা আগামী পরশুর মধ্যে আমরা একটি সম্পূর্ণ পুনরুদ্ধার অভিযান শুরু করব।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আড়াই লাখ জাপানি, উদ্ধার তৎপরতা চলছে

এবারের দুই দফা শক্তিশালী ভূমিকম্পে ৪২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। প্রায় ৩০ হাজার উদ্ধারকর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান

বৃহস্পতিবার ৬.৪ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানার একদিন পর শুক্রবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগর কুমামোতোয় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কারণে ভূমিধস ঘটেছে ও রাস্তাঘাট ভেঙ্গে পড়েছে। অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামতো প্রদেশের কিয়ুশু এলাকা। প্রত্যন্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে এবং ত্রাণ সহায়তা পৌঁছাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।  

ভূমিকম্পের মানচিত্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা উদ্ধারকাজে সহায়তার জন্য টিম পাঠাবে। জাপানে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা রয়েছে।

উদ্ধারকাজ চলছে

উল্লেখ্য, ২০১১ সালে জাপানে রিখটার স্কেলে ৯ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প এবং এর পরবর্তী সুনামিতে ১৯ হাজারেরও বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছিলেন। ওই সুঃসহ স্মৃতিকে সঙ্গী করেই ভীতি যাপন করছেন আড়াই লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
সর্বশেষ খবর
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল