X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মুগাবের জন্মদিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করলো জিম্বাবুয়ে

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ২২:৫৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২৩:০০

সাবেক প্রেসিডেন্ট মুগাবের জন্মদিন ২১ ফেব্রুয়ারিকে ‘রবার্ট গাব্রিয়েল মুগাবে জাতীয় যুব দিবস’ ও সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শুক্রবার সিদ্ধান্তটি  আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। দেশটির হেরাল্ড পত্রিকার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এ খবর জানিয়েছে।

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

সেনাবাহিনীর হস্তক্ষেপ ও জনগণের প্রতিবাদের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন প্রেসিডেন্ট মুগাবে। তবে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির যুব সংগঠনের তদবিরের কারণেই তার জন্মদিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট নানগাওয়া জানিয়েছিলেন, জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্টকে তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দিতেই হবে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তিনি আমার কাছে পিতা, গুরু, সহযোদ্ধা ও নেতা হিসেবেই থাকবেন।’

এ সপ্তাহেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বোর্ডভিত্তিক সরকার গঠন করবেন অথবা মুগাবের সময়কার লোকজনকেই রেখে দেবেন।

সাবেক প্রেসিডেন্ট মুগাবে ও তার স্ত্রী গ্রেস এখন হারারেতে নিজ বাড়িতেই রয়েছেন। আপাতত দেশ ছাড়ার কোনও পরিকল্পনা তাদের নেই।

এদিকে গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনে কথা বলে দেশটির বিরোধী দলগুলো সাময়িক সরকারের দাবি করে আসছে। যাতে আগামী বছর একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরি হয়। ১৯৮০ সাল থেকে জানু-পিএফ পার্টির মাধ্যমে নৃশংসতা করেছেন প্রেসিডেন্ট নানগাওয়া। তাই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তার ভয় রয়েছে। এজন্য অনেক দেশটির অনেক নাগরিক প্রত্যাশা করলেও তিনি গণতন্ত্রের পথে হাঁটবেন না।

অন্যদিকে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফেরাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ টহলের ব্যবস্থা করা হয়েছে। তারা লুটপাট, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির অবৈধ দখলের বিষয়ে প্রতিবেদন তৈরি করছে।

২১ নভেম্বর মুগাবের পদত্যাগের আগে পুলিশকে প্রকাশ্যে দেখা না গেলেও ধীরে ধীরে তারা কাজে ফিরতে শুরু করেছেন। তবে এখন মূলত সেনাবাহিনী বিভিন্ন দায়িত্ব পালন করছে। সেনা অভিযানের আগে হারারেসহ দেশের সড়কগুলোতে পুলিশ দেখা যেত।

 

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি