X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মিসরীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪০, বাসে হামলার পাল্টা জবাব

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১
image

মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পর্যটকবাহী বাসে বোমা হামলার প্রেক্ষিতে শনিবার (২৯ ডিসেম্বর) অভিযান পরিচালনা করেছে মিসরের পুলিশ, যাতে  ৪০ জন সশস্ত্র ব্যক্তি প্রাণ হারিয়েছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম মিনার বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সন্দেহভাজনদের বিরুদ্ধে গিজা ও উত্তর সিনাই এলাকায় অভিযান চালানো হয়। মিসরীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪০, বাসে হামলার পাল্টা জবাব

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত গিজা পিরামিডের কাছে গত শুক্রবার এক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যাতে ভিয়েনামের তিনজন নাগরিক  ও তাদের মিসরীয় গাইড প্রাণ হারান। এতে আহত হন আরও ১১ জন। আহতদের মধ্যেও যেমন ভিয়েতনামি রয়েছেন, তেমন রয়েছেন বাসটির মিসরীয় চালক। এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটি মিসরে বিদেশি পর্যটকদের ওপর চালানো সবচেয়ে বড় হামলা। খুব অল্প সংখ্যক মানুষের বসবাস থাকা সিনাই উপত্যকায় সশস্ত্র বিদ্রোহ মোকাবেলা করে আসছে মিসর। ২০১৩ সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের মাধ্যমে সেনাপ্রধান সিসি ক্ষমতায় আসলে এই সংঘর্ষ আরও বেড়ে যায়।  

গত শুক্রবার একজন গাইডের সঙ্গে বাসে করে পিরামিড সংলগ্ন এলাকায় ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ দেখতে যাচ্ছিলেন ভিয়েতনামের ১৪ পর্যটক। পথিমধ্যে গিজার মারিয়ুতিয়া সড়কে দেওয়ালের পাশে লুকানো একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে মিসরের প্রধানমন্ত্রীর অভিযোগ, ভিয়েতনামের ওই পর্যটকরা নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে অনির্ধারিত পথে গিজা এলাকায় যাচ্ছিল। যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হাফেজ এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যঅয়িত করেছেন। তিনি বলেন, ‘এটি একটি নিষ্ঠুর ও ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা ভিয়েতনাম ও মিসরীয় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের দৃঢ় সংকল্প নতুন বছরে আরও অগ্রসর হবে।’

/এএমএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
সর্বশেষ খবর
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ