X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিরোধী নেতা গ্রেফতারের পর সেনেগালে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ১০:০৯আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৮:২১
image

বিরোধী দলীয় এক নেতাকে গ্রেফতারের পর সেনেগাল জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। টানা তৃতীয় দিনের এই বিক্ষোভে গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, সহিংসতায় এখন পর্যন্ত চার জন নিহত হয়েছে। শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফেলিক্স আবদুলায়ি দিয়োম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বুধবার সেনেগালের বিরোধী দলীয় নেতা ওসমান সোনকোকে আটক করে পুলিশ। শুক্রবার তাকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনা হয়েছে। তিনি এই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার সমর্থকেরা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছে। শুক্রবার জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী ফেলিক্স আবদুলায়ি দিয়োম অভিযোগ করেছেন ওসমান সোনকো সহিংসতার ডাক দিয়েছেন।

পশ্চিম আফ্রিকার অন্যতম স্থিতিশীল দেশ সেনেগালে সহিংসতা এড়াতে পুলিশ ও বিক্ষোভকারীদের ধৈর্য্যধারণের পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার সোনকোর সমর্থকেরা রাজধানী ডাকারে অস্থায়ী ব্যারিকেড গড়ে তোলার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শহরের রাস্তায় মোটরবাইক চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া উপশহর এলাকার একটি সুপারমার্কেটেও অভিযান চালানো হয়। তারপরও বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ চালিয়ে যায় সোনকো সমর্থকেরা।

বিক্ষোভের খবর প্রচার করায় দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার ইন্টারনেট পর্যবেক্ষক গ্রুপ নেটব্লক জানায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং মেসেজিং অ্যাপসগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ওসমান সোনকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ৪৬ বছর বয়সী এক বিউটি পার্লার কর্মী। তদন্তের পর বুধবার তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলে তার বেশ কিছু সমর্থকও সেখানে জড়ো হয়। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয় তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।  

ধর্ষণের অভিযোগ মিথ্যা দাবি করে ওসমান সোনকোর দাবি প্রেসিডেন্ট ম্যাকি সল ২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিকে সরাতেই এই অভিযোগ আনিয়েছেন। এর আগে ২০১৯ সালে দুই বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়। ধারণা করা হচ্ছে তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে সংবিধান পরিবর্তন করতে পারেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট।

/জেজে/বিএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে