X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সংকটে তিউনিসিয়ার গণতন্ত্র: পার্লামেন্ট প্রাঙ্গণে সংঘর্ষ, পথে পথে সেনা

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ১৯:০২আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৮

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচি’র সরকারকে বরখাস্তের পর রাজধানী তিউনিস ছাপিয়ে দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সোমবার পার্লামেন্ট ভবনের সামনে বরখাস্ত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

করোনা মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার জেরে সহিংস বিক্ষোভের পর তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ গতকাল রবিবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। আগামী ৩০ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করেছেন পার্লামেন্ট। প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে বিরোধীরা ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছে।

কাত্তারভিত্তিক সংবামাধ্যমের খবরে বলা হয়েছে, হিচাম মেচিচি’র সরকারের ইন্নাহদা পার্টি এবং প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। রাজধানী তিউনিসের পার্লামেন্টের প্রাঙ্গনে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এতে বেশ কয়েকজন আহত হন। বহু মানুষকে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর হয়। তাদের উপর লাঠিচার্জ করে। অনেকের মাথা ফেটে যায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বরখাস্ত প্রধানমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ

শেষ খবর পাওয়া পর্যন্ত পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনী। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানেও মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। ভারী অস্ত্র নিয়ে মোড়ে মোড়ে অবস্থান করতে দেখা গেছে তাদের। এর আগে প্রেসিডেন্ট পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলে স্পিকার রাচেদ ঘানাউচিকে ভেতরে প্রবেশ করতে দেয়নি সেনা সদস্যরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

রাজপথে তিউনিসিয়ার সেনা সদস্যরা

শুধু পার্লামেন্ট ভবনের বাইরেই নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামনে আরও অবনতির আশঙ্কা করছেন অনেকে।

আন্দোলনকারীদের সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট

এদিকে, প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর দেশটির আল-জাজিরার কার্যালয়ে সশস্ত্র অভিযান চালিয়েছে নিরাপত্তা সদস্যরা। সোমবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তিউনিসে অবস্থিত আল-জাজিরার কার্যালয়ে ২০ জন নিরাপত্তা সদস্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা বিনা নোটিশে অভিযান চালিয়েছে বলে অভিযাগ আল-জাজিরার কর্তৃপক্ষের।

/এলকে/
সম্পর্কিত
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা