X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সংকটে তিউনিসিয়ার গণতন্ত্র: পার্লামেন্ট প্রাঙ্গণে সংঘর্ষ, পথে পথে সেনা

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ১৯:০২আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৮

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচি’র সরকারকে বরখাস্তের পর রাজধানী তিউনিস ছাপিয়ে দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সোমবার পার্লামেন্ট ভবনের সামনে বরখাস্ত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

করোনা মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার জেরে সহিংস বিক্ষোভের পর তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ গতকাল রবিবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। আগামী ৩০ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করেছেন পার্লামেন্ট। প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে বিরোধীরা ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছে।

কাত্তারভিত্তিক সংবামাধ্যমের খবরে বলা হয়েছে, হিচাম মেচিচি’র সরকারের ইন্নাহদা পার্টি এবং প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। রাজধানী তিউনিসের পার্লামেন্টের প্রাঙ্গনে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এতে বেশ কয়েকজন আহত হন। বহু মানুষকে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর হয়। তাদের উপর লাঠিচার্জ করে। অনেকের মাথা ফেটে যায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বরখাস্ত প্রধানমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ

শেষ খবর পাওয়া পর্যন্ত পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনী। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানেও মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। ভারী অস্ত্র নিয়ে মোড়ে মোড়ে অবস্থান করতে দেখা গেছে তাদের। এর আগে প্রেসিডেন্ট পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলে স্পিকার রাচেদ ঘানাউচিকে ভেতরে প্রবেশ করতে দেয়নি সেনা সদস্যরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

রাজপথে তিউনিসিয়ার সেনা সদস্যরা

শুধু পার্লামেন্ট ভবনের বাইরেই নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামনে আরও অবনতির আশঙ্কা করছেন অনেকে।

আন্দোলনকারীদের সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট

এদিকে, প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর দেশটির আল-জাজিরার কার্যালয়ে সশস্ত্র অভিযান চালিয়েছে নিরাপত্তা সদস্যরা। সোমবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তিউনিসে অবস্থিত আল-জাজিরার কার্যালয়ে ২০ জন নিরাপত্তা সদস্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা বিনা নোটিশে অভিযান চালিয়েছে বলে অভিযাগ আল-জাজিরার কর্তৃপক্ষের।

/এলকে/
সম্পর্কিত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের
সর্বশেষ খবর
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলীতে রাজি ইসরায়েল: ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলীতে রাজি ইসরায়েল: ট্রাম্প
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি