X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মালির মূল সামরিক ঘাঁটিতে গুলির শব্দ, জঙ্গি হামলার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২, ১৬:০৬আপডেট : ২২ জুলাই ২০২২, ১৬:০৬

মালির রাজধানী বামাকোর উপকণ্ঠে দেশটির মূল সামরিক ঘাঁটি থেকে গুলিবর্ষণের তীব্র শব্দ শোনা গেছে। শুক্রবার ভোরে শুরু হওয়ার এই শব্দের তীব্রতা ঘণ্টাখানেক পর কমে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক ঘাঁটির তিন বাসিন্দা জানিয়েছেন, ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে বলে আশঙ্কা করছেন তারা।

বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরে কাটি এলাকায় অবস্থিত মালির মূল সামরিক ঘাঁটি। দেশটিতে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় গত এক দশক ধরে অস্থিরতা চলছে।

২০১২ ও ২০২০ সালে কাটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহের জেরে সফল অভ্যুত্থান হয়েছে। তবে সেখানকার বাসিন্দারা বলছেন শুক্রবার মনে হয়নি সেনা সদস্যরা নিজেদের মধ্যে গোলাগুলি করছে।

আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী বারবার মালির বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে রাজধানীর এতো কাছে কখনও হামলা চালাতে সক্ষম হয়নি তারা।

এদিকে বৃহস্পতিবার রাতে মালির সেনাবাহিনী জানায়, দিনের বেলায় বেশ কয়েকটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা। রাজধানী থেকে কয়েকশ’ কিলোমিটার দূরের এসব ঘাঁটিতে হামলায় এক সেনা নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে।

কাটি ঘাঁটিতে গোলাগুলির কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মালির সেনাবাহিনীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি। এছাড়া প্রেসিডেন্টের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ছয়টার দিকে গুলির শব্দের তীব্রতা কমে যাওয়ার পর ঘাঁটির উপরে হেলিকপ্টার উড়তে দেখা যায়। প্রবেশ পথ বন্ধ করে রাখা হলেও দুইটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখা গেছে।

মালির ক্ষমতায় থাকা জান্তা সরকার ২০২০ সালের আগস্টে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে তা শুরু হয় কাটি ঘাঁটিতে বিদ্রোহের মধ্য দিয়ে। ২০২১ সালে দ্বিতীয়বার অভ্যুত্থানের মাধ্যমে তারা বেসামরিক একটি অন্তর্বর্তী সরকার উৎখাত করে। এই সরকারের সঙ্গে প্রথম অভ্যুত্থানের নেতা কর্নেল আসিমি গোইতার সঙ্গে বিরোধ চলছিল।

দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে গোইতা অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ২০২৪ সালের পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো  ইসরায়েল
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সর্বশেষ খবর
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল