উত্তেজনা বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের জন্য নাইজারে নিজেদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে ফ্রান্স। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, নাইজারের সামরিক সরকারের বিধিনিষেধের কারণে মিশনটি নিজেদের দায়িত্ব আর পুরোপুরি পালন করতে পারছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এক চিঠিতে নাইজারের নিযুক্ত সাবেক ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে বলেছেন, দূতাবাসের স্থানীয় কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে।
জুলাই মাসে প্রেসিডেন্ট বাজুমকে উৎখাত করে সেনাবাহিনী নাইজারের ক্ষমতা দখলের পর ফ্রান্সের সঙ্গে সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে।
সেপ্টেম্বরে ইত্তে ও বেশ কয়েকজন দূতাবাস কর্মী নাইজার ছেড়েছিলেন। সামরিক সরকার রাষ্ট্রদূতকে বহিষ্কারের এক মাস পর তিনি দেশ ত্যাগ করেছিলেন।
অভ্যুত্থানের পরপরই কয়েক হাজার বিক্ষোভকারী দূতাবাসে হামলা করেছিলেন। তবে তারা ভবনে প্রবেশের আগে নাইজারের নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়।