X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত অন্তত ১৬০

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪

নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র গোষ্ঠীর পৃথক হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা থেকে হামলার সূত্রপাত হয়। এরপর নিহতের সংখ্যা ১৬ থেকে বেড়ে ১৬০ জনে দাঁড়ায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় কয়েক বছর ধরে জর্জরিত বোক্কাস রাজ্য। বোক্কোসের স্থানীয় সরকারের প্রধান সোমবার কাসাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, শনিবার সকাল পর্যন্ত লড়াই অব্যাহত থাকায় ১১৩ জনের মতো নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। স্থানীয়ভাবে তারা দস্যু নামে পরিচিত।তারা ২০টি সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে।

কাসাহ বলেন, আমরা তিন শতাধিক আহত ব্যক্তিকে পেয়েছি যাদেরকে বোকোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় রেড ক্রসের হিসাব অনুযায়ী, মোট ১৬৪ জন নিহত হয়েছে। এর মধ্যে বোক্কোসের ১৮টি গ্রামে ১০৪ জন এবং বারকিন লাদিতে আরও অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানা গেছে। বোক্কোস রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোম বারকিন লাদি এলাকার ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বোক্কোসের গভর্নর কালেব মুতফওয়াং এই সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি এই সহিংসতাকে বর্বর, নৃশংস ও অন্যায় বলে অভিহিত করেছেন। গভর্নরের মুখপাত্র গিয়াং বেরে বলেছেন, নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে হামলা রোধ করতে সক্রিয় পদক্ষেপ নেবে সরকার।

এর আগে, গত ৪ ডিসেম্বর নাইজেরিয়ায় সামরিক ড্রোন হামলায় অন্তত ৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়। নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। 

২০০৯ সাল থেকে উত্তরপূর্ব নাইজেরিয়ায় একটি জিহাদি সংঘাত ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার জের ধরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। ২০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

/এসএসএস/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ