X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নিউ ইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৭:০৭আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০১:৩৬

গত শনিবার নিউ ইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পাইলট ছাড়া সবাই ওই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। কর্তৃপক্ষ নিহত পাঁচ জনের নাম প্রকাশ করেছে।  ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে পাইলটের দাবির সত্যতা ও অন্যান্য বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভাগ বিচার বিশ্লেষণ করছে।

নিউ ইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ

পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন, ২৬ বছর বয়সী ব্রায়ান ম্যাকড্যানিয়েল, ৩৪ বছর বয়সী ড্যানিয়েল থম্পসন, ২৯ বছর বয়সী ট্রিস্টিয়ান হিল, ২৬ বছর বয়সী ট্রেভর কাডিগান এবং ২৯ বছর বয়সী কার্লা ভ্যালেজোস। এদের মধ্যে ব্রায়ান ম্যাকড্যানিয়েল ২০১৬ সাল থেকে ‘ডালাস ফায়ার রেসকিউতে’ কর্মরত ছিলেন। তার বিষয়ে তার এক বাল্যবন্ধু মন্তব্য করেছেন, ‘ম্যাকড্যানিয়েলের লোক দেখানোর কোনও ইচ্ছা ছিল না। সে অনেক টাকার মালিকও হতে চায়নি  কখনও।’ ম্যাকড্যানিয়েল ট্রেভর কাডিগানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিজনেস ইনসাইডার পত্রিকায় কাডিগানের সদ্য ইন্টার্নশিপ শেষ হয়েছিল। বিজনেস ইনসাইডার তাদের সাবেক সহকর্মীর মৃত্যুতে লেখা শোকবার্তায় জানিয়েছে, কাডিগান একজন বুদ্ধিমান ও মেধাবী তরুণ সংবাদকর্মী ছিলেন।

কার্লা ভ্যালেজোস ছিলেন আর্জেনন্টিনা থেকে যাওয়া পর্যটক। ভ্রমণ প্রতিষ্ঠানের সাবেক কর্মী নিহত ট্রিস্টান হিলের বাগদান সম্পন্ন হয়ে গিয়েছিল। তার আগের কর্মস্থল বাস্কেটবল দল ওয়েস্টচেস্টার নিকস জানিয়েছে, হিলের মুখে সারাক্ষণ হাসি লেগে থাকত। তিনি যেখানেই যেতেন সেখানেই চারপাশ উজ্জ্বল হয়ে উঠতো তার উপস্থিতিতে। আর ড্যানিয়েল থম্পসন ‘ইয়াং নিউ ইয়র্কারস কোরাসের’ সদস্য ছিলেন। তার বন্ধুরা বলেছেন, তিনি খুবই মিশুক প্রকৃতির ছিলেন।

৩৩ বছর বয়সী রিচার্ড ভান্স হেলিকপ্টারটি চালাচ্ছিলেন। তার ধারণা,  আরোহীদের কারোর ব্যাগের কারণে জ্বালানি বন্ধ করে দেওয়ার আপৎকালীন সুইচে চাপ পড়ে গিয়েছিল। সে কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ বলেছে, তারা ওই সুইচের বিষয়টি তদন্ত করবে। তাছাড়া হেলিকপ্টারের ভাসিয়ে রাখার যন্ত্রপাতি ও আরোহীদের ক্যামেরাতে থাকা ছবিও খতিয়ে দেখবেন তারা।

/এএমএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ