X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পুতিনের সঙ্গে বৈঠক প্রশ্নে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ২০:২৮আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:৩১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের সঙ্গে বৈঠক প্রশ্নে ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয় শিবিরের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের শীর্ষ রাজনীতিবিদরা ওই বৈঠকে তাকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে ট্রাম্প মন্তব্য করেছেন, বৈঠকে বসা ভালো বিষয়। আলোচনা ভালো বিষয়। পুতিনের সঙ্গে বৈঠকে বসলে অল্প কিছু হলেও ভালোর দেখা পাওয়া যেতে পারে! সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সোমবার ওই  বৈঠক হওয়ার কথা রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক প্রশ্নে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প
২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রচারাভিযানে হ্যাকিংয়ের অভিযোগে ১২ রুশ নাগরিককে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আইন প্রতিমন্ত্রী রড রোজেন্সটেইন দায়ী করেছেন। এরা হিলারি ক্লিনটনের প্রচারণা-প্রধানের কম্পিউটারে কিবোর্ডের কোন বোতাম চাপ দেওয়া হচ্ছে তার হিসেব রাখা সফ্টওয়্যার গোপনে ইন্সটল করে রেখেছিল। সেখান থেকে তারা হিলারি ক্লিনটনের ইমেইল ঠিকানা হ্যাক করার পথ পেয়ে যায়। রোজেন্সটেইন অভিযুক্ত রুশ হ্যাকারদের কথা জানানোর পর পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে যোগ না দিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটদের চেয়ারম্যান টম পেরেজের ভাষ্য, ‘পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়।’
ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও ট্রাম্পকে ওই বৈঠকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সিনেটর ম্যাককেইন মন্তব্য করেছেন, ট্রাম্প যদি পুতিনকে দায়ী করার বিষয়ে প্রস্তুতি নিয়ে না থাকেন তাহলে তার উচিত হবে না ওই বৈঠকে যোগ দেওয়া।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি বৈঠকে বসাটা ভালো। আমি আলোচনায় বিশ্বাস করি। আমি মনে করি, চেয়ারম্যান কিম জং উনের সঙ্গে বৈঠকে বসাটা ভালো হয়েছে। আমি মনে করি, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দেওয়াটাও ভালো ঘটনা ছিল। আমি বিশ্বাস করি, এটা সত্যি একটা ভালো বিষয়। (রাশিয়ার সঙ্গে বৈঠকে) খারাপ কিছু হবে না। হয়তো সামান্য ভালো কিছু বেরিয়ে আসবে। আমি আপনাদের এখনই বলতে পারছি না ঠিক কি হবে। তবে আমি কি চাইব সে সম্পর্কে আমি আপনাদের বলতে পারি। দেখা যাক কি পাওয়া যায়।’তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত রুশ হ্যাকারদের বিষয়ে তিনি পুতিনের কাছে জানতে চাইবেন। তবে যুক্তরাষ্ট্রের হাতে তাদের তুলে দেওয়ার দাবি করবেন কি না সে বিষয়ে মনস্থির করেননি। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনও বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই।

/এএমএ/বিএ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন
তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা