X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উন্মাদনা নিয়ে ফ্রান্সের পত্রিকায় নিউজ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ১২:০৬আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:১৪

বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কোপা আমেরিকার ফাইনাল নিয়ে উভয় দলের সমর্থকরা উন্মাদনার খবর সুদূর ফ্রান্সের সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে ফ্রান্স টুয়েন্টিফোর প্রকাশিত খবরের শিরোনাম হলো, ব্রাজিল-আর্জেন্টিনার কোপা সংঘর্ষের জন্য সতর্ক বাংলাদেশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে একটি জেলায় রবিবারের কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনালকে ঘিরে জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ জানায়, পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির আর্জেন্টিনার খেলা নিশ্চিত হওয়ার পর লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তির দল দুটির সমর্থকদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা চরমে পৌঁছেছে।

ঢাকা থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ প্রধান মোহাম্মদ আমরানুল ইসলাম এএফপিকে বলেন, কোন দল বেশি ভালো ফুটবল খেলে তা নিয়ে দুই ছেলের তর্ক দুটি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়।

আমরানুল ইসলাম জানান, ১৫ হাজারের বেশি কিলোমিটার দূরে রিও ডি জেনেইরোতে রবিবারের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোপা আমেরিকার ফাইনাল পুলিশ সতর্ক। তিনি বলেন, আমরা গ্রামবাসীকে বলেছি তারা বড় পর্দায় ম্যাচটি দেখতে পারবে না। আমরা গ্রামে গ্রামে গিয়েছি এবং বলেছি ফাইনালের সময় তারা কোনও জমায়েত করতে পারবে না।  

বাংলাদেশের প্রধান খেলা ক্রিকেট হলেও দেশটির ১৬ কোটির বেশি জনগণ বিশ্বকাপ ও কোপা আমেরিকার সময় ফুটবল নিয়ে উন্মাদনায় মেতে ওঠে। ব্রাজিল ও আর্জেন্টিনার লাখো সমর্থক নিজেদের বাড়িতে পছন্দের দলের পতাকা উড়ায় এবং রাস্তায় দলের টিশার্ট পরে মিছিল করে। বিভিন্ন বিরোধও দেখা দেয় নিয়মিত।

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের সময় ১২ বছরের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সড়কে একটি বিদ্যুতের খুঁটিতে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে। আরেকটি শহরে দুই দলের মিছিলে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি ও তার ছেলে গুরুতর আহত হয়েছিলেন।

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সময় ঢাকার উপকণ্ঠে আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে এক শিশু। ছবি: মুনির উজ জামান

/এএ/
সম্পর্কিত
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে