X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

হোয়াইট হাউজে ট্রাম্প ফিরলে লাভ হবে পুতিনের: সাবেক সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর সাবেক প্রধান জন ব্রেনান বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার ব্যর্থতা থেকে উদ্ধারের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রয়োজন যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়া। ট্রাম্প হোয়াইট হাউজে ফিরলে লাভ হবে পুতিনের। তবে ক্ষতিকর হবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের জন্য।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। ওই সময় অনেকেই আশঙ্কা করছিলেন ২-৩ দিনের মধ্যে কিয়েভ দখল করে নেবে রুশ বাহিনী। কিন্তু তা করতে ব্যর্থ হয় মস্কো। ইউক্রেনীয় সেনাদের দৃঢ়তায় কিয়েভ দখলের পরিকল্পনা বাদ দিয়ে পিছু হটে তারা। এরপর ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিশাল ভূখণ্ড দখল করে। এখন ইউক্রেনীয় সেনারা এসব ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে। এই আক্রমণের গতি ধীর হলেও প্রতিনিয়ত অগ্রগতি অর্জন করছে কিয়েভের সেনারা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্পের পুনরায় জয়ী হয়ে হোয়াইট হাউজে ফেরা পুতিনের জন্য অত্যাবশ্যকীয়।

সাবেক সিআইএ প্রধানের যুক্তি, নির্বাচনে ট্রাম্পের জয় যুদ্ধরত রাশিয়ার জন্য সুবিধাজনক হবে। দুই নেতার মানসিকতায়ও মিল রয়েছে।  

অভিযোগ রয়েছে, ২০১৬ ও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী হতে সহযোগিতার জন্য রাশিয়া হস্তক্ষেপ করেছির।

ব্রেনান বলেন, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ী হওয়া পুতিনের জন্য এটা একেবারে অপরিহার্য। তারা সমমনা। তারা একে অপরের তোষামোদ করবেন এবং একে অপরের অহংকার নিয়ে কৌশল নির্ধারণ করবেন। আমি মনে করি ইউক্রেনে বিপর্যয় থেকে উদ্ধার পেতে পুতিনের জন্য এটিই প্রধান উপায়।

ব্রেনান আরও বলেছেন, ট্রাম্প যদি হোয়াইট হাউজে ফিরে আসতে সক্ষম হন তাহলে পুতিন একজন সমমনা ব্যক্তি পাবেন। যার সঙ্গে কাজ করতে তিনি পছন্দ করবেন। অবশ্যই তা মার্কিন ও সামগ্রিকভাবে পশ্চিমা স্বার্থের জন্য ক্ষতিকর।

ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি হোয়াইট হাউজে থাকলে ‘২৪ ঘণ্টার’ মধ্যে আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হবেন। অবশ্য তার এমন দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বেশ কয়েকজন সামরিক বিশ্লেষক খারিজ করে দিয়েছেন। 

সূত্র: নিউজউইক

/এএ/
সম্পর্কিত
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ