X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫১

রাশিয়ার পাঁচশ’র বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীর আগমুহূর্তে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হলো। এছাড়া পুতিনের সমালোচক ও বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় জড়িতরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো নাভালনির কারাবাস এবং রাশিয়ায় যুদ্ধাস্ত্র সরবরাহের সাথে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো নিশ্চিত করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশে আগ্রাসন এবং দেশে নিপীড়নের জন্য আরও বেশি মূল্য দিতে হবে।

পাশাপাশি প্রায় একশ সংস্থা বা ব্যক্তির ওপর রফতানি নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

রাশিয়ার কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত উত্তর সাইবেরিয়ার ইয়ামালো–নেনেটস অঞ্চলের কারা কলোনিতে নাভালনির মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞাগুলো দেয়া হলো। তার এই মৃত্যুর জন্যও পুতিনকেই দায়ী করেছেন বাইডেন।

এছাড়া, বিবৃতিতে বাইডেন বলেন, দুই বছর আগে ইউক্রেনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন পুতিন। তিনি যদি নাভালনির মৃত্যু ও ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর মূল্য পরিশোধ না করেন, তাহলে তাকে থামানো কঠিন হয়ে পড়বে।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়নও। রাশিয়ার দুইশ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। তাদের বিরুদ্ধে রাশিয়ায় অস্ত্র সরবরাহ ও ইউক্রেনে শিশুদের অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায়,ইইউ কর্মকর্তাদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইইউ কর্মকর্তা ও রাজনীতিবিদদের মস্কো প্রবেশ নিষিদ্ধ করার তালিকা দীর্ঘ করছেন তারা।  

রাশিয়ার অর্থনীতিতে এসব নিষেধাজ্ঞার কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়।

/এস/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড