X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের ক্ষতি করছেন নেতানিয়াহু: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৪, ২২:৩৯আপডেট : ১০ মার্চ ২০২৪, ২২:৩৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের জীবন রক্ষা না করে ইসরায়েলের ক্ষতি করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৯ মার্চ) এই মন্তব্য করেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে সাধারণ ফিলিস্তিনিদের হতাহতের প্রভাব উল্লেখ করে বাইডেন বলেন, নেতানিয়াহু যুদ্ধকে যেভাবে এগিয়ে নিচ্ছেন তাতে করে গাজায় সাধারণ মানুষ হত্যা করে ইসরায়েলের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে। 

৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলকে সমর্থন করেন বাইডেন। কিন্তু নেতানিয়াহুকে তিনি বলেছিলেন, অবশ্যই সাধারণ মানুষের জীবন রক্ষার দিকে নজর দিতে হবে।

গাজায় হতাহতের বিষয়ে সতর্ক করে বাইডেন বলেন, এই হত্যাকাণ্ডের জন্য কয়েক মাস ধরে আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে ইসরায়েল।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি’র সাংবাদিক জনাথন কেপহার্টকে বাইডেনের দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের সর্বশেষ মন্তব্যে নেতানিয়াহুর সঙ্গে তার উত্তেজনাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত উঠে এসেছে।

গাজার ক্রমবর্ধমান নিহতের সংখ্যা উল্লেখ করে বাইডেন বলেন, এই হত্যাযজ্ঞ ইসরায়েলের মূল্যবোধের সঙ্গে যায় না। এটি তাদের বড় ভুল।

বাইডেন বলেছেন, গাজার রাফা শহরে সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ তার কাছে শেষ সীমা বা রেড লাইন। এমন হুঁশিয়ারি দেওয়ার পরও তিনি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবেন না।

বাইডেন বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনও রেড লাইন নেই। অস্ত্র দেওয়া বন্ধ করলে ইসরায়েলিদের কাছে জীবন রক্ষা করার আয়রন ডোম থাকবে না, এমন কিছু আমরা করব না।

৭ অক্টোবর হামাসের হামলার কয়েক সপ্তাহ পর বাইডেন ইসরায়েল সফর করেছিলেন। তিনি বলেছেন, আরেকবার ইসরায়েল সফর করে দেশটির পার্লামেন্ট নেসেটে সরাসরি নিজের অবস্থান তুলে ধরার আগ্রহ তার রয়েছে। তবে সেই সফর কবে ও কীভাবে হতে পারে তা সম্পর্কে বিস্তারিত জানানোর বিষয় এড়িয়ে গেছেন তিনি।

রমজান শুরু হওয়ার আগে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রত্যাশা করেছিলেন বাইডেন। কিন্তু এখন তা অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ হামাস চুক্তিতে সম্মত না হয়ে কায়রোর আলোচনা থেকে চলে গেছে। সম্ভাব্য চুক্তিতে প্রায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল। একই সঙ্গে এতে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির শর্ত ছিল। গাজায় ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানোরও কথা ছিল প্রস্তাবে।

বাইডেন বলেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি পুনরুজ্জীবিত করতে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) পরিচালক বিল বার্নস।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ