একটি বৈশ্বিক গবেষণায় দেখা গেছে, বিশ্বের আরও বেশি মানুষ খবর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। খবর বা সংবাদকে তারা হতাশাজনক, নিষ্ঠুর এবং বিরক্তিকর বলে বর্ণনা করছেন। সোমবার (১৭ জুন) এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অক্সফোর্ড ইউনিভার্সিটির রয়টার্স ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে চারজন বলেছেন, তারা বেশিরভাগ সময় সক্রিয়ভাবে খবর এড়িয়ে যান। ২০১৭ সালে এ হার ছিল ২৯ শতাংশ। এখন তা বেড়ে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।
মানুষের খবর শোনার বা জানার আকাঙ্ক্ষা কমে যাওয়ার পিছনে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংবাদ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন প্রতিবেদনের লেখকরা।
ডিজিটাল সংবাদ প্রতিবেদনের চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইউগো নামক প্রতিষ্ঠান ৪৭টি দেশের ৯৪ হাজার ৯৪৩ জন প্রাপ্তবয়স্কের উপর জরিপটি পরিচালনা করে।
প্রতিবেদনে দেখা গেছে, নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সংবাদের প্রতি আগ্রহ বেড়েছে। তবে সমীক্ষা বলছে, সামগ্রিক প্রবণতা নিচের দিকেই রয়েছে।
সারা বিশ্বের ৪৬ শতাংশ মানুষ বলেছেন, তারা সংবাদে অত্যন্ত আগ্রহী। ২০১৭ সালে এই হার ছিল ৬৩ শতাংশ। যুক্তরাজ্যে ২০১৫ সাল থেকে খবরের প্রতি আগ্রহ প্রায় অর্ধেক হয়ে গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, টিভি ও প্রিন্টের মতো ঐতিহ্যবাহী সংবাদের উৎসগুলোর শ্রোতা গত এক দশকে তীব্রভাবে হ্রাস পেয়েছে। বর্তমানের অল্পবয়সী লোকেরা অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেতে পছন্দ করেন।
বর্তমানে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম এখনও ফেসবুক। এছাড়া রয়েছে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ। অনেকের কাছেই গুরুত্বপূর্ণ খবরের উত্স টিকটক। এটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকেও ছাড়িয়ে গেছে।