X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২
ইউক্রেন যুদ্ধের প্রতি সমর্থনে

ট্রাম্পকে হামলাকারীর ‘ভ্রান্ত ধারণা’ ছিল, দাবি ইউক্রেনীয় কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৮

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টায় সন্দেহভাজন রায়ান ওয়েসলি রাউথের ইউক্রেন যুদ্ধের প্রতি সমর্থনের বিষয়টিকে ‘ভ্রান্ত ধারণা’ বলে বর্ণনা করেছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিদেশি সেনাবাহিনীর প্রতিনিধি ওলেক্সান্দ্র শাগুরি জানিয়েছেন, রাউথ অনলাইনে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন, তবে তার প্রস্তাবগুলো বাস্তবসম্মত ছিল না।

শাগুরি বলেন, তিনি আমাদের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক সেনা নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে তার এই প্রস্তাবগুলো অবাস্তব। আমরা তাকে কোনও উত্তর দিইনি, কারণ উত্তর দেওয়ার মতো কিছুই ছিল না। তিনি কখনও আমাদের বাহিনীর অংশ ছিলেন না এবং কোনোভাবে আমাদের সঙ্গে সহযোগিতাও করেননি।

রাউথের ছেলে ওরান দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেছেন যে, তার বাবা ইউক্রেনকে সমর্থন করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। রাউথ ইউক্রেন নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত পোস্টও করেছিলেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদক রামন আন্তোনিও ভার্গাস জানান, রায়ান রাউথের নামে থাকা একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্দেশে পোস্ট করা হয়েছে, যেখানে রাউথ উল্লেখ করেন যে তিনি কিয়েভে অবস্থান করছেন এবং বিদেশিদের জন্য একটি তাঁবু শহর তৈরি করতে চান। যাতে করে অন্য দেশ থেকে আরও সমর্থক ও সরঞ্জাম সংগ্রহ করা যায়।

রবিবার ফ্লোরিডার একটি গলফ কোর্সে ট্রাম্পের ওপর হামলার চেষ্টার পর পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ তাদের নিরাপত্তাবাহিনীর তৎপরতার কথা জানান। তিনি বলেন, ট্রাম্পের কাছ থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ গজ দূরে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই সন্দেহভাজন হামলাকারীর কাছ থেকে একটি একে-৪৭ ধরনের অস্ত্র ও স্কোপ উদ্ধার করা হয়। নিরাপত্তাবাহিনী গুলি চালালে ওই ব্যক্তি পালিয়ে যায়।

হামলার ঘটনায় ট্রাম্প অক্ষত আছেন। ঘটনার পরপরই তাকে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক সহিংসতা নিয়ে রবিবার এক বিবৃতি দেন।

/এএ/
সম্পর্কিত
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
পাকিস্তানে তেল-গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো