X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মাদুরোকে গ্রেফতারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ২২:৩৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৩৭

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার বা তার সম্পর্কিত তথ্য দিতে পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ জানুয়ারি) নতুন ঘোষণায় পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়েছে। শুক্রবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো শপথ গ্রহণের দিনই এ ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর গ্রেফতার বা দোষী সাব্যস্ত করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ১৫ মিলিয়ন ডলারের নতুন পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ব্রিটেনও ভেনেজুয়েলার ১৫ জন শীর্ষ কর্মকর্তা, বিচারক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, এসব কর্মকর্তা গণতন্ত্র ধ্বংস, আইনের শাসন লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মাদুরোর শাসন ব্যবস্থাকে প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছেন।

মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ভেনেজুয়েলার বিরোধী নেতারা তীব্র সমালোচনা করেছেন।

ভেনেজুয়েলার বিরোধী দল দাবি করেছে, গত বছরের বিতর্কিত নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। মাদুরো মাত্র ৩০ শতাংশ ভোট পেয়েছেন।

স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টার এবং কলম্বিয়ার ইলেকটোরাল মিশন, এমনকি সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী বিরোধীদের দাবিকৃত ফলাফল সঠিক। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ গঞ্জালেজকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এডমুন্ডো গঞ্জালেজ বর্তমানে নির্বাসনে রয়েছেন। শুক্রবার ডমিনিকান রিপাবলিকে তিনি অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কারাকাসে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

শপথ গ্রহণের আগে ভেনেজুয়েলা কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ ও ফ্লাইট স্থগিত করে। তবে এমন সিদ্ধান্তের কোনও কারণ জানানো হয়েছে।

উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানটি জাতীয় পরিষদের ছোট একটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। যা আগের প্রধান কক্ষে আয়োজিত অনুষ্ঠানের চেয়ে অনেকটাই ভিন্ন।

এদিকে, ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বৃহস্পতিবার কারাকাসে এক বিক্ষোভে ভাষণ দেন। পরে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে ভেনেজুয়েলা সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

/এএ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি