X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১১:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১৬

যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার আদেশটি সাময়িক স্থগিত করেছেন। বৃহস্পতিবার বিচারক এ আদেশকে ‘স্পষ্টতই অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন। সিয়াটলভিত্তিক যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ জন কফেনৌর ডেমোক্র্যাট শাসিত চারটি রাজ্য—ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয়েস ও ওরেগনের অনুরোধে এই আদেশ স্থগিত করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প দ্বিতীয় দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসেই এই আদেশটি স্বাক্ষর করেছিলেন। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আমলে নিয়োগ পাওয়া কফেনৌর ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রথম আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে যদি কোনও শিশুর মা বা বাবা নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তবে সেই শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। বিচারক কফেনৌর বলেন, আমি বুঝতে পারছি না, কীভাবে একজন আইনজীবী এই আদেশকে সাংবিধানিক বলতে পারেন।

ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোর দাবি, ট্রাম্পের আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪ তম সংশোধনীর নাগরিকত্ব অনুচ্ছেদের বিরুদ্ধে যায়, যা বলে যে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা প্রত্যেক ব্যক্তিই নাগরিক।

এ বিষয়ে কফেনৌর মন্তব্য করেন, আমি চতুর্থ দশক ধরে বিচারক আছি, এমন এক মামলার উদাহরণ মনে পড়ছে না, যেখানে বিষয়টি এত স্পষ্ট ছিল। এটা একটি স্পষ্টভাবে অগণতান্ত্রিক আদেশ।

কফেনৌরের আদেশের ফলে ট্রাম্পের এই নীতি ১৪ দিনের জন্য কার্যকর হবে না। তিনি ৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করবেন, যেখানে আদেশটির স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে।

এদিকে, ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন যে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন এবং যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় কফেনৌরের সিদ্ধান্ত বাতিল করার জন্য দ্রুত পদক্ষেপ নেবে।

ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন বলেছেন, আপনি যদি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, তবে আপনি নাগরিক—এটাই সত্য। প্রেসিডেন্টের কোনও আদেশ এটি পরিবর্তন করতে পারে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের ফলে প্রতি বছর ১ লাখ ৫০ হাজারের  এরও বেশি নবজাতক নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
সর্বশেষ খবর
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার