X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় নাজিব রাজাকের বাসভবনে অভিযান

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ০৭:৪৪আপডেট : ২০ মে ২০১৮, ১৮:০৫

বুধবার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাসভবন থেকে কয়েকটি হাত ব্যাগ জব্দ করেছে পুলিশ। নাজিবের একজন আইনজীবী জানিয়েছেন, এগুলোর সঙ্গে যোগ হয়েছে আরও কিছু ব্যক্তিগত জিনিসপত্র। নাজিব গত নির্বাচনে পরাজিত হয়েছেন। নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক মাঠ উত্তপ্ত ছিল তার বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতির বিষয়ে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত নাজিব রাজাকের বিরুদ্ধে মুদ্রা পাচার সংক্রান্ত তদন্ত চলমান। মালয়েশিয়ায় নাজিব রাজাকের বাসভবনে অভিযান

বুধবারের ওই অভিযানের বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, বুধবার রাতে কয়েক ডজন সশস্ত্র পুলিশ নাজিবের বাসভবনে অভিযান চালাতে যায়। তাদের তল্লাসি অভিযান চলে প্রায় ৬ ঘণ্টা। অভিযান শেষে তারা নাজিবের বাসাভবন থেকে বেশ কয়েকটি বড় ব্যাগ বের করে নিয়ে ট্রাকে তোলে। নাজিব রাজাকের আইনজীবী হারপাল সিং গ্রিওয়াল বলেছেন, ‘তল্লাসি অভিযানটি খুব সম্ভবত মুদ্রা পাচার সংক্রান্ত। তবে এটা এমন বিশেষ কিছু নয়। দুই তিনটা ব্যাগই নিয়েছে তারা।’ ওই আইনজীবীই নিশ্চিত করেছেন, ব্যাগগুলোর সঙ্গে কিছু ব্যক্তিগত জিনিসপত্রও নিয়ে গেছে পুলিশ। নাজিবকে গ্রফতার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, ‘তাদের এমন কোনও কিছু করার লক্ষণ দেখা যায়নি।’

এদিকে কুয়ালালামপুরের আরেক অংশে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক ভবনেও অভিযান চালিয়েছে পুলিশ। জানা গেছে ওই ভবনে নাজিবের ফ্ল্যাট রয়েছে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে মালয়েশিয়ার ‘কমার্শিয়াল ক্রাইম ইউনিটের’ প্রধান আমর সিং ঈশার সিং বলেছেন, নাজিবের মালিকানায় আছে বা নাজিব সম্পৃক্ত এমন ৫ টি স্থান তাদের নজরে রয়েছে। যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা ২০১৬ সালে জানিয়েছিলেন, ওয়ানএমডিবি তহবিলের অর্থ  একজনের ব্যক্তিগত ব্যাংক হিসেবে পাঠানো হয়েছে যার সাংকেতিক নাম ‘মালয়েশিয়ার এক নম্বর কর্মকর্তা।’ সবাই এ বিষয়ে নাজিবকে সন্দেহ করলেও নাজিব অভিযোগ অস্বীকার করে আসছেন।

তবে ক্ষমতায় থাকাকালে তিনি তার সরকারের অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছিলেন। গত নির্বাচনে জিতে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রী হওয়া মাহাথির মোহাম্মদ বুধবার জানিয়েছেন, বরখাস্ত হওয়া আব্দুল গনি প্যাটেল ২০১৫ সালের ওই সময়ে নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিয়েছিলেন। বারিসান ন্যাসিওনাল জোট ও নিজের দল উমনোর প্রধান সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ২০০৯ সালে ওয়ানএমডিবি তহবিলের কার্যক্রম শুরু করেছিলেন। যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বলেছেন, অন্তত ৪৫০ কোটি ডলারের তহবিল তছরুপের ঘটনা ঘটিয়েছে নাজিবের ঘনিষ্ঠরা। আর তার নিজের হিসেবেই জমা পড়েছে প্রায় ১০০ কোটি ডলার।

নাজিবের সাবেক সহকর্মী ও বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ওয়ানএমডিবির তহবিল থেকে যে অর্থ পাচার করা হয়েছে তা ফেরত এনে মালয়েশিয়ার বৈদেশিক ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। নাজিবের দুর্নীতির বিষয়ে প্রথমে যতটা মনে করা হয়েছিল, প্রকৃত অবস্থা তার চেয়েও বেশি খারাপ।

/এএমএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
বিস্তৃত অংশীদারিত্বের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও ইইউ
বিস্তৃত অংশীদারিত্বের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও ইইউ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও