X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
আরএসএফ-এর বিবৃতি

পাকিস্তান সেনাবাহিনীর রোষানলে ডন পত্রিকা

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৮, ১৭:২১আপডেট : ২১ মে ২০১৮, ০০:৩৭

সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (আরএসএফ) দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর রোষানলে পড়েছে সে দেশের সংবাদপত্র ডন। বিবৃতিতে তারা বলেছে, ডন পত্রিকায় প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এক সাক্ষাৎকারের বিষয়ে নাখোশ হয়েই পত্রিকাটির প্রচার বাধাগ্রস্ত করছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনাকে ‘পাকিস্তানে সাংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সর্বশেষ নজির’ হিসেব আখ্যায়িত করেছ আরএসএফ। পাকিস্তানের প্রেস কাউন্সিলেরও রোষের শিকার হতে হচ্ছে ডনকে। প্রেস কাউন্সিল ডনকে দেওয়া এক নোটিশে দাবি করেছে, ডন ‘নৈতিকতাবিরোধী’ এমন খবর প্রকাশ করেছে, যাতে ‘পাকিস্তান বা পাকিস্তানের জনগণকে দায়ী করার বা স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ উত্থাপিত হতে পারে।’

পাকিস্তান সেনাবাহিনীর রোষানলে ডন পত্রিকা

২০০৮ সালে ঘটা মুম্বাই হামলায় ভারতের ১৬৬ জন নিহত হয়েছিলেন। ডনকে দেওয়া সাক্ষাৎকারের একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ বলেছিলেন, জঙ্গিরা পাকিস্তান থেকে গিয়েই ভারতে হামলা চালিয়েছিল। নওয়াজের ভাষ্য, ‘জঙ্গি সংগঠনগুলো সক্রিয়। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পাক, কিন্তু তারা কি করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেল আর ১৫০ জনকে মুম্বাইতে মেরে ফেলল? আমরা কেন বিচারটি শেষ করতে পারছি না?’ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল ১২ মে। আরএসএফ-এর দাবি, এটি প্রকাশের পর ১৫ মে থেকে ডন পত্রিকার প্রচার বাধাগ্রস্ত করা শুরু হয়েছে।তারা জানিয়েছে, নওয়াজের বক্তব্যের সত্যতা অনুসন্ধানে ডাকা জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে দাবি করা হয়েছে, নওয়াজের বক্তব্য সত্য নয়। আরএসএফ জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ, সিন্ধু প্রদেশের অনেক শহর ও সকল সেনানিবাসে ডন পত্রিকার প্রচার আটকে দেওয়া হয়েছে।

শুক্রবার দেওয়া বিবৃতিতে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ বলেছে, ‘পাকিস্তানের মূল স্বাধীন সংবাদমাধ্যমের প্রচার বাধাগ্রস্ত করার মাধ্যমে এটাই প্রতীয়মান হয়, সংবাদ ও তথ্যের প্রবাহের ওপর সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে বদ্ধপরিকর। এটা স্পষ্ট, সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের আগে কোনও প্রকাশ্য গণতান্ত্রিক বিতর্ক চলতে দিতে চায় না। স্বাধীন সংবাদমাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপের অবস্থান থেকে সরে যাওয়া এবং ডন পত্রিকার প্রচার নির্বিঘ্ন করার জন্য আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’

এর আগে পাকিস্তান সেনাবাহিনী জিও টিভির প্রচার বাধাগ্রস্ত করেছিল। জিও টিভির অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করা বিশ্লেষক আইনজীবী বাবর সাত্তার পাকিস্তানের শত শত মানুষের গুম হয়ে যাওয়ার ঘটনায় সেনাবাহিনীর হাত থাকার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘প্রথমে আমাদের মানুষ গুম হয়ে যেত, এখন টেলিভিশন চ্যানেল গুম হয়ে যাচ্ছে। মানুষ গুম হয়ে যাওয়ার পেছনে কাদের হাত রয়েছে সেটা যেমন সবাই জানে, তেমনি এ বিষয়ে কাদের হাত রয়েছে তা সবার জানা।’

/এএমএ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে