X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সব পরিবার উদ্ধার অভিযানের অনুমতি দেয়নি

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১৪:২৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৪:২৬

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে রবিবার সকালে। তবে এই অভিযান শুরু করার বিষয়ে আটকে পড়া কিশোরদের সবার পরিবার সম্মতি দেয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

রবিবার সংবাদ সম্মেলনে কথা বলছেন স্থানীয় গভর্নর

রবিবার স্থানীয় চিয়াং রাই প্রদেশের গভর্নর নারোংসাককে এক সাংবাদিক প্রশ্ন করেন, উদ্ধার অভিযানে সব পরিবার সম্মতি দিয়েছে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না। তারা জানের ও বুঝতে পারবেন।

এসময় টেন অস্ট্রেলিয়া নেটওয়ার্কের সাংবাদিক ড্যানিয়েল সুটন জানতে চান, তারা কি অনুমতি দিয়েছে? তখন গভর্নর আবারও জবাব দেন, তারা জানেন এবং বুঝবেন।


 

উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান


 

এর আগে গভর্নর জানান, উদ্ধার অভিযান শুরু করার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। পানির উচ্চতাও কমেছে। বৃষ্টির পূর্বাভাস থাকায় আজ (রবিবার) উদ্ধার অভিযান শুরু করা ছাড়া উপায় ছিল না। তিনি বলেন, আজকের চেয়ে ভালো প্রস্তুতি আমাদের নেওয়া সম্ভব হতো না। অন্যথায় আমরা সুযোগ হারাব।

সবকিছু ঠিক থাকলে আজ থাইল্যান্ড স্থানীয় সময় রাত ৯টা নাগাদ প্রথম কিশোরকে বের করে আনা হতে পারে। কতজনকে আজ বের করা হবে, সেটা জানা না গেলেও উদ্ধারকারীরা বলছেন, যারা ‘শতভাগ প্রস্তুত’ তাদেরকেই আজ বের করা হবে। 

উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়াতে তারা আর বাইরে বের হতে পারেনি। এরপর থেকে টানা ৯ দিন নিখোঁজ ছিল তারা। থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে। গত ৩ জুলাই দুজন ব্রিটিশ ডুবুরি গুহার বেশ কয়েক কিলোমিটার ভেতরে গিয়ে প্রথম তাদের খুঁজে পান। এরপর তাদেরকে খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। 

 

/এএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি