X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘অযোধ্যাপুরী’তে রামের মূর্তি স্থাপনের নির্দেশ নেপালি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ১৭:৪৬আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৭:৪৭

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশটির মাদি পৌর এলাকায় হিন্দু দেবতা রামের জন্ম হয়েছে দাবি করে সেখানে মূর্তি নির্মাণের নির্দেশ দিয়েছেন। শনিবার পৌরসভাটির মেয়রসহ একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বিষয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে তিনি দাবি করেছেন, নেপালের চিতওয়ান এলাকার মাদির পৌর এলাকার অন্তর্ভুক্ত অযোধ্যপুরীতেই রামের জন্ম হয়েছে। নেপালের ইংরেজি সংবাদমাধ্যম হিমালয় টাইমস এখবর জানিয়েছে।

‘অযোধ্যাপুরী’তে রামের মূর্তি স্থাপনের নির্দেশ নেপালি প্রধানমন্ত্রীর

প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে আমার কাছে যেসব প্রমাণ আছে সেগুলো নির্দেশ করে নেপালের অযোধ্যাপুরীতেই রামের জন্ম হয়েছে।

ওলি প্রতিনিধি দলকে অযোধ্যাপুরীকে স্থানীয়দের মধ্যে তুলে ধরতে ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন। সুবেদি নামের মাদি পৌরসভার ৯ নং ওয়ার্ডের চেয়ার বলেন, আমরাও বিশ্বাস করি চিতওয়ানের অযোধ্যাপুরী থেকে পারসার থরি এলাকার বাল্মিকি আশ্রমে রামের জন্ম হয়েছে।

ন্যাশনাল এসেম্বলির সদস্য দিল কুমার রাওয়াল জানান, প্রধানমন্ত্রী অযোধ্যাপুরীর আশেপাশের এলাকা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী আরও প্রমাণ সংগ্রহের জন্য খনন কাজ শুরু করতে বলেছেন।

অযোধ্যাপুরীকে ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হিসেবে গড়ে তুলতে সরকার ভূমি প্রদান করবে বলে জানিয়েছেন নেপালি প্রধানমন্ত্রী। এছাড়া  রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি স্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিনিধি দলের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, তারা মাদি পৌরসভার নাম পরিবর্তন করে অযোধ্যাপুরী রাখার চেষ্টা করবেন। এতে করে স্থানটির ধর্মীয় গুরুত্ব বাড়বে।

কয়েকদিন আগে আসল অযোধ্যা ও রামের জন্মভূমি নেপাল বলে দাবি করেছিলেন ওলি। এরপরই দেশের মধ্যে ও বাইরে প্রবলভাবে সমালোচিত হন তিনি। ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তার দাবি প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দেয়। সম্প্রতি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

/এএ/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক