X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উহানে করোনার ব্যাপক সংক্রমণের ইঙ্গিত পেয়েছে ডব্লিউএইচও মিশন

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)- এর তদন্ত দল ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের চিহ্ন পেয়েছে। যে সংক্রমণ ছিল আগের ধারণার চেয়ে ব্যাপক। তদন্ত দলের পক্ষ থেকে শহরটির কয়েক হাজার রক্তের নমুনা পরীক্ষার জন্য চীনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই সুযোগ তারা পাননি। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিটিভি নিউজ এখবর জানিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি করে আসছেন অনেক বিজ্ঞানী। তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, আমদানি করা ফ্রোজেন খাবার থেকেই ছড়িয়েছে এ ভাইরাস। করোনাভাইরাস আসলে কোথা থেকে উদ্ভূত হয়েছিল এবং কীভাবে এটি ছড়িয়ে পড়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ এবং সন্ধানের অংশ হিসেবে সম্প্রতি চীনে যায় ডব্লিউএইচও’র আন্তর্জাতিক তদন্ত দল। দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষ করে আনুষ্ঠানিক তদন্তে নামে তারা।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুসারে, দুনিয়াজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ২৪ লাখ ১১ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে আট কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬০০ জন।  তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

ডব্লিউএইচও মিশনের প্রধান তদন্তকারী পিটার বেন এমবারেক জানান, ২০১৯ সালের সংক্রমণ যে তথ্য পাওয়া গেছে তাতে সংক্রমণ আরও ব্যাপক ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। ওই বছরের ডিসেম্বরেই করোনার কয়েকজন স্ট্রেইন বিদ্যমান ছিল।

তিনি জানান, মিশনের পক্ষ থেকে চীনের কর্মকর্তারা যে ব্যক্তিকে প্রথম শনাক্ত হওয়া আক্রান্ত ব্যক্তি বলেছেন তার সঙ্গে কথা কথা বলার সুযোগ পেয়েছেন তারা। ৪০ বছরের ওই অফিস কর্মীর কোনও ভ্রমণ ইতিহাস ছিল না এবং ৮ ডিসেম্বর তিনি আক্রান্ত বলে শনাক্ত হন।

এমবারেক বলেন, ডিসেম্বরেই ব্যাপক আকারে উহানে ছড়ায় করোনাভাইরাস। এটি ছিল আমাদের অনুসন্ধানে পাওয়া নতুন তথ্য।

তদন্ত দলে কাজ করছেন অস্ট্রেলীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডমিনিক ডোয়ের। রয়টার্সকে তিনি জানান, তাদের তদন্ত দলের পক্ষ থেকে চীনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল তারা যেন ২০১৯ সালের ডিসেম্বরে উহানে আক্রান্ত ১৭৪ জনের মূল তথ্যগুলো সরবরাহ করেন। তবে চীন সে অনুরোধে সাড়া দেয়নি বলে আক্ষেপ জানান ডমিনিক। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে শুধু ওই রোগীদের তথ্যগুলো সারমর্ম আকারে সরবরাহ করা হয়েছে। ওইসব রোগীকে আলাদা করে কী কী প্রশ্ন করা হয়েছিল, তাদের জবাব কী ছিল এবং তাদের উত্তরগুলো কিভাবে বিশ্লেষণ করা হয়েছে তার বিস্তারিত জানানো হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ