X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নীরব সমর্থক চীন-রাশিয়া-ভারত?

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২১, ২০:৩৯আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:২৪
image

সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে মিয়ানমারের বিরুদ্ধে একটি বিবৃতি দিতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির সেনাবাহিনীকে দমন-পীড়ন বন্ধের আহ্বান জানানো এবং তাদের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণের হুমকি দেওয়ার প্রসঙ্গও ছিল ওই বিবৃতিতে। তবে মঙ্গলবার চীন-রাশিয়া-ভারত ও ভিয়েতনাম সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিতে অস্বীকার করার কারণে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় পরিষদ। অবশ্য আলোচনা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন কূটনীতিকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবারের খসড়া বিবৃতিটি হাতে পেয়েছে রয়টার্স। তাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানোর পাশাপাশি বলা হয়, মিয়ানমারের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে নিরাপত্তা পরিষদ। দেশটির বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণে পরিষদের প্রস্তুতির কথাও উল্লেখ করা হয় এতে। গত শুক্রবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের পর নিরাপত্তা পরিষদে ওই খসড়া বিবৃতি নিয়ে আলোচনা শুরু হয়।

মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো বিবৃতিটির প্রাথমিক খসড়া তৈরি করে যুক্তরাজ্য। তবে মঙ্গলবার রাতে এটি চূড়ান্ত করার আগে সংশোধনী আনতে বলে চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনাম। এসব দেশের পক্ষ থেকে সামরিক অভ্যুত্থানের নিন্দা ও জান্তার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকির প্রসঙ্গ দুটি বাদ দিতে বলা হয়। উল্লেখ্য, এ ধরনের বিবৃতি দিতে হলে পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রকে একমত হতে হয়। সেই ঐকমত্য না হওয়ায় বিবৃতি দিতে ব্যর্থ হয় জাতিসংঘ।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক সংকট শুরু হয়। অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয়েছে সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনাবাহিনীর অভিযোগ, গত নভেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জয় পেয়েছে এনএলডি। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দেশটিতে বর্তমানে জান্তা শাসকদের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। এরইমধ্যে সহিংস এ বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ৬০ জনেরও বেশি।

অভ্যুত্থানের পর মিয়ানমারে জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়ে এবং গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গত মাসে বিবৃতি দেয় নিরাপত্তা পরিষদ। চীন ও রাশিয়ার বিরোধিতার মুখে সেই বিবৃতিতেও সেনা অভ্যুত্থানের নিন্দা জানানো হয়নি। সর্বশেষ বিবৃতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার আগে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, ‘এমন বিবৃতি দেওয়ার জন্য প্রত্যেক সদস্য রাষ্ট্রের নিজস্ব ও সম্মিলিত ভূমিকা রয়েছে। নিরাপত্তা পরিষদের কাছ থেকে আমরা সব সময় জোরালো কণ্ঠ ও শক্ত পদক্ষেপ আশা করি।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ