X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইমরান খানের ধর্ষণ মন্তব্য, ক্ষমা চাওয়ার দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ২০:০২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২০:০২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করার মন্তব্যের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার অ্যাক্টিভিস্টি ও সুশিল সমাজের প্রতিনিধিরা এই বিক্ষোভের আয়োজন করেন। প্রতিবাদকারীরা এমন মন্তব্যের জন্য ইমরান খানের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

পাকিস্তানের জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা পাকিস্তানি প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে নির্যাতিতকে দায়ী করা হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিবাদের সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে ইমরান খানের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলে ধরা হয়। তাদের দাবি, এমন মন্তব্যে ধর্ষকরা উৎসাহ পাবে।

এক বিক্ষোভকারী বলেন, সাধারণ মানুষ এমন মন্তব্য করলে সেটি তার ব্যক্তিগত মত হিসেবে নেওয়া যায়। কিন্তু যখন একজন প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন তখন সেটি নীতির বহিঃপ্রকাশ। আমরা এমন মন্তব্য অগ্রাহ্য করতে পারি না যা ধর্ষণের দায় নারীর পোশাকের ওপর ফেলে দেয়। আমাদের মতো নারীদের জন্য এটি ভয়ঙ্কর বিপজ্জনক।

সম্প্রতি টেলিভিশনে লাইভ প্রচারিত একটি সাক্ষাৎকারে অক্সফোর্ড-শিক্ষিত ও ইমরান খান ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করেছেন। তার এই মন্তব্যের পর পাকিস্তানে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ধর্ষণের সংখ্যা বৃদ্ধি ইঙ্গিত দেয় যেকোনও সমাজে অশ্লীলতা বেড়ে যাওয়ার পরিণতি। সমাজে নারীদের ধর্ষণের ঘটনা অনেক দ্রুত বাড়ছে। সাক্ষাৎকারে প্রলুব্ধ করা এড়াতে নারীদের পর্দা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইমরান খান বলেন, পর্দার মূল বিষয় হলো প্রলুব্ধ করা থেকে বিরত থাকা। সবার তা অস্বীকার করার ইচ্ছাশক্তি থাকে না।

এক সময়ের এই ক্রিকেট তারকা জানান, সত্তর দশকে যুক্তরাজ্যে তিনি যখন ক্রিকেট খেলতে গিয়েছিলেন তখন যৌনতা, মাদক ও রক এন রোল সংস্কৃতি ছড়িয়ে পড়ছিল। যা সরাসরি তাদের পরিবারকে প্রভাবিত করেছে।

অথচ এই ইমরান খানই ক্রিকেটার প্লেবয় হিসেবে যুক্তরাজ্যে খ্যাতি অর্জন করেছিলেন। ব্যক্তি জীবনে দুই স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

সমাজে অশ্লীলতার জন্য বিবাহবিচ্ছেদের হার ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে দাবি করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, ভারতীয় চলচ্চিত্র শিল্প হলিউডের অনুকরণ করা শুরুর পর থেকে ভারতেও একই পরিস্থিতি বিরাজ করছে।

ইমরান খানের এমন মন্তব্যের পর পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এতে তারা হতবাক হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মন্তব্য শুধু যে কেন ও কীভাবে ধর্ষণ ঘটছে সেটি সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করা হয় তা কিন্তু নয়, এর মধ্য দিয়ে ধর্ষণের শিকার নারীদের ওপর দায় বর্তানো হয়।

দেশটির অ্যাক্টিভিস্ট ও রাজনীতিকরা ইমরান খানের মন্তব্যকে প্রকৃত পক্ষে ভুল, সংবেদনশূন্য ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, ধর্ষণের দায় একমাত্র ধর্ষকের এবং যে ব্যবস্থা ধর্ষককে সুযোগ দেয়। এর মধ্যে রয়েছে ইমরান খানের মন্তব্য যে সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল