X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডেল্টা ভ্যারিয়েন্টে যেসব এশীয় দেশে বাড়ছে সংক্রমণ

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২১, ০১:১৯আপডেট : ০৩ জুলাই ২০২১, ০১:৪০

বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত ১০০টি দেশে এই অতিসংক্রামক ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় মাথা ব্যাথার কারণ বিশেষজ্ঞদের। এই ভ্যারিয়েন্টে ধুঁকছে এশিয়ার ইন্দোনেয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কাসহ বাংলাদেশও। এই অঞ্চলে দ্রুত সংক্রমণের অন্যতম কারণ হিসেবে ভ্যাকসিন সংকটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

দ্রুত সময়ের মধ্যেই করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো দুনিয়ায় থাবা বসাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। বাস্তব চিত্রও তাই বলছে। ভারতের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে ১শ’ দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোতেই ডেল্টায় আক্রান্তের হার বেশি। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে সম্প্রতি করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমে আসলেও পার্শ্ববর্তী দেশগুলোতে সংক্রমণ ঊর্ধ্বমুখী।

ডব্লিউএইচও’র বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, ডেল্টাই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। খবরে বলা হয়েছে, ভারতের সীমান্তবর্তী নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় গত মে মাসে সংক্রমণ উপরের দিকে ছিল। কিন্তু বর্তমানে কমলেও সামনে যে বাড়বে না সে নিশ্চিয়তা নেই। এই তিন দেশের মধ্যে স্বাস্থ্য খাত নাজুক হওয়ায় বেশ ভুগতে হয়েছে নেপালকে ।

আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ওয়াজিদ মাজরুহ বলেন, গত জুনে তার দেশে সংক্রমণের হার সর্বোচ্চ ছিল। রাজধানী কাবুলে ৬০ শতাংশ আক্রান্ত ডেল্টা ভ্যারিয়েন্টে।

সম্প্রতি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মঙ্গোলিয়ায় ডেল্টার প্রকোপ বাড়ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। ফলে সংক্রমণের সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। এ নিয়ে গত ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চালানো একটি জরিপের ফলাফলে দেখা যায় রাজধানী ঢাকায় আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশই ডেল্টায় আক্রান্ত। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর লকডাউন দিয়েছে বাংলাদেশ সরকার।

সংক্রমণের কারণ হিসেবে দেখা গেছে ভ্যাকসিন জটিলতা। ভারতের সঙ্গে চুক্তির বেশির ভাগ অ্যাস্ট্রাজেনেকার টিকাই পায়নি ঢাকা। গত এপ্রিলের পর দেশটি থেকে টিকা আসা স্থগিত রয়েছে। অন্য উৎস থেকে চলছে টিকা আনার প্রক্রিয়া। গত ৩০ জুন পর্যন্ত ৩ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছে সরকার।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় লকডাউন চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। দেশটিতেও মাত্রা ৫ শতাংশ নাগরিককে টিকা দিতে পেরেছে কর্তৃপক্ষ। সরকারের লক্ষ্য আগামী আগস্টের মধ্যে আরও মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। সম্প্রতি থাইল্যান্ডে বাড়ছে ডেল্টা ভ্যারিয়েন্টের  সংক্রমণ। এখানে ভ্যাকিসের সংকট ব্যাপক। তবে মঙ্গোলিয়া টিকা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। দেশটির ৫০ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে সক্ষম হয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের লাগাম টানতে হলে জনগোষ্ঠীকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা ছাড়া বিকল্প নেই।

/এলকে/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা