X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তালেবান ‘সমঝোতা’র জন্য প্রস্তুত, বলছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ০২:৩১আপডেট : ২১ জুলাই ২০২১, ১৭:১৩

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলেও তালেবানরা সমঝোতার জন্য প্রস্তুত বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জামির কাবুলভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটির বিবৃতি ও পদক্ষেপে প্রতীয়মান হয়েছে তারা রাজনৈতিক সমঝোতার জন্য প্রস্তুত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার প্রায় চূড়ান্তের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে তালেবান। এরইমধ্যে তারা বেশ কয়েকটি জেলা, সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও কাতারের দোহায় আফগান সরকার ও গোষ্ঠীটির মধ্যে শান্তি আলোচনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সাবেক আফগান নেতা হামিদ কারজাইয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জামির কাবুলভ বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটি সমঝোতার ব্যাপারে অপর রাজনৈতিক দলের প্রস্তাব বিবেচনার জন্য প্রস্তুত।

তিনি বলেন, গত ২০ বছর বা বেশি সময় ধরে তালেবান নেতৃত্ব নিশ্চিতভাবে যুদ্ধ নিয়ে হতাশ এবং চলমান অচলাবস্থা নিরসনে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারছে।

রুশ দূত আরও বলেন, কিন্তু  এটিও স্পষ্ট যে তাদের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যেকোনও রাজনৈতিক সমঝোতার প্রস্তাব শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা উচিত।

রবিবার কাতারের দোহায় আফগান সরকার ও তালেবানের আরেক দফা শান্তি আলোচনা কোনও সমাধান ছাড়াই শেষ হওয়ার পর রুশ রাষ্ট্রদূত এ মন্তব্য করলেন। এর আগে আফগানিস্তানে নিযুক্ত এক ডজনের বেশি কূটনৈতিক মিশনের পক্ষ থেকে অবিলম্বে তালেবানের নির্মম সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে।

দোহায় শান্তি আলোচনা চলাকালে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘রাজনৈতিক সমাধানে ভীষণ আগ্রহী’। 

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম