X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান সীমান্তে যৌথ মহড়া রাশিয়া ও উজবেকিস্তানের

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ২৩:২৫আপডেট : ০২ আগস্ট ২০২১, ২৩:৪৮

আফগানিস্তানের উজবেক সীমান্ত সংলগ্ন এলাকায় সোমবার যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া ও উজবেকিস্তান। বিদেশি বাহিনীর আফগানিস্তান ছাড়ার বাস্তবতায় তালেবানের উত্থানের পটভূমিতে পাঁচ দিনের এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে মধ্য এশিয়ার দেশগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। এমন আশঙ্কার মধ্যেই উজবেকিস্তানের তারমেজ সামরিক স্থাপনায় এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

মস্কো জানিয়েছে, পাঁচ দিনের এই মহড়া রাশিয়া ও উজবেকিস্তানের দেড় হাজার সেনাসদস্য অংশ নিচ্ছে।

ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তান থেকে সম্ভাব্য হুমকি রাশিয়া কতটা গুরুতরভাবে নিচ্ছে এই মহড়াকে তার একটি নজির হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সপ্তাহের শেষ দিকে ত্রিপক্ষীয় এক মহড়ায় অংশ নিতে তাজিকিস্তানেও বিশাল সামরিক দল পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। ওই মহড়ায় উজবেকিস্তানও অংশ নেবে।

এদিকে গুরুত্বপূর্ণ শহরগুলোতে তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে তীব্র লড়াই করছে আফগানিস্তানের সরকারি বাহিনী। পাশাপাশি দলটির বিভিন্ন অবস্থানে বোমা হামলা চালানো হয়েছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে মোতায়েন করা হয়েছে সরকারি বাহিনীর হাজার হাজার কমান্ডো। দক্ষিণাঞ্চলীয় লস্কর গাহে অতিরিক্ত সেনা চেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মে মাসের শুরুতে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরুর পর দেশটিতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। বিস্তৃত দুর্গম এলাকা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলের পর তালেবানরা প্রাদেশিক রাজধানীগুলোর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে এক সময় তালেবানদের শক্ত অবস্থান ছিলো। রবিবার ভোরে শহরটির বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালায় দলটি। এই ঘটনায় সেখানে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। দেশটির এমন ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত প্রতিবেশী দেশগুলোর জন্যও উদ্বেগ তৈরি করেছে। এমন বাস্তবতায় আফগান সীমান্তবর্তী মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নেয় মস্কো।

/এমপি/
সম্পর্কিত
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে