X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন নিষেধাজ্ঞা এড়ালো উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ১১:৪৪আপডেট : ২৭ মে ২০২২, ১১:৪৪

একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জোরালো করার প্রচেষ্টায় ভেটো ক্ষমতা ব্যবহার করেছে চীন ও রাশিয়া। ২০০৬ সালে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হওয়ার পর এবারই প্রথম এই ইস্যুতে ভেটো ক্ষমতার অধিকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে বিভাজন দেখা গেছে।

নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্য দেশের সবাই উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের করা খসড়া নিষেধাজ্ঞার প্রস্তাবে উত্তর কোরিয়ার তামাক ও তেল রফতানি নিষিদ্ধ করা হয়। এছাড়া এই খসড়া প্রস্তাবে লাজারাস হ্যাকিং গ্রুপকে নিষিদ্ধ করার কথাও বলা হয়। গ্রুপটি উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ার প্রথম পারমাণবিক পরীক্ষার পর ২০০৬ সালে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরে আরও মোট দশ প্রস্তাবে সেই নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। উত্তর কোরিয়াকে পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে নিবৃত্ত রাখায় এতোদিন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ। কেবল এই বছরেই ২৩টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে গত বুধবার সকালে এক ঘণ্টার মধ্যে তিনটি পরীক্ষা চালানো হয়।

নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ভোটাভুটিকে নিরাপত্তা পরিষদের ‘হতাশাজনক দিন’ আখ্যা দেন। পরিষদে তিনি বলেন, ‘বিশ্ব ডিপিআরকে (উত্তর কোরিয়া) থেকে  একটি স্পষ্ট এবং বাস্তব বিপদের সম্মুখীন। পরিষদের ধৈর্য্য ও নীরবতা হুমকিকে দূর করেনি কিংবা কমিয়েও দেয়নি। যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ডিপিআরকে আরও সাহসী হয়েছে।’

লিন্ডা থমাস বলেন, ওয়াশিংটনের পর্যালোচনা বলছে উত্তর কোরিয়া এই বছর ছয়টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সক্রিয়ভাবে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাজ্য, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও একই ভীতির কথা উল্লেখ করেন। ২০১৭ সালে সবশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী