X
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
৮ আশ্বিন ১৪৩০

সেই উড়োজাহাজের খোঁজে সোমবারও অভিযান চালাবে নেপাল

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২২, ২১:৪৪আপডেট : ৩০ মে ২০২২, ০৯:২৬

নেপালের সেনাবাহিনী ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে কিনা তা তারা নিশ্চিত করতে পারছে না। সেনাবাহিনী টুইটারে জানিয়েছে, উড়োজাহাজটি এখনও শনাক্ত করা যায়নি। এর আগে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টুইটারে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, একটি নদীর কাছে তা বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

রবিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ পোখারা থেকে বিমানটি টেক অফ করে। ১৫ মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। নিখোঁজ বিমানটি ছিল তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের।

সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছিলেন, তারা এয়ারের নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে তাদেরকে জানিয়েছেন স্থানীয়রা।

আর জিপিএস নেটওয়ার্ক ব্যবহার করে নেপাল টেলিকম উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন প্রভাবক ঘিমিরে এর সেলফোনের অবস্থান শনাক্ত করার কথা জানিয়েছিল।

সন্ধ্যায় নেপালের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, স্থানীয় যেখানে আগুনে কিছু পোড়ার কথা জানিয়েছেন সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। যখন আমাদের সেনারা সেখানে পৌঁছাতে পারবে তখন কেবল আনুষ্ঠানিকভাবে আমরা বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করতে পারব। আমাদের উদ্ধার অভিযান বিরামহীন।

তবে সন্ধ্যার শেষ দিকে সেনাবাহিনী জানায়, অনুসন্ধান ও তল্লাশী অভিযান আজকের মতো বন্ধ করা হয়েছে। সোমবার ভোরে আবার শুরু হবে।

সেনবাহিনী জানায়, আলো না থাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের মতো অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করেছে সেনাবাহিনী। আগামীকাল ভোরে আকাশ ও স্থল পথে অনুসন্ধান অভিযান আবার শুরু হবে।

উড়োজাহাজটি উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটির সর্বশেষ যে অবস্থান জানা যাচ্ছে তা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮৭৪ মিটার উপরে গোরেপানি নামের একটি গ্রাম।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দুটি হেলিকপ্টার, সেনা সদস্য, পুলিশ ও হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনের সদস্যদের অনুসন্ধান অভিযানে মোতায়েন করা হয়েছে।

উড়োজাহাজটিতে চারজন ভারতীয় ছাড়াও দুজন জার্মান ও ১৩ জন নেপালি যাত্রী ছিলেন। ফ্লাইটটির পোখারা থেকে পশ্চিমাঞ্চলীয় পাহাজি অঞ্চলের জমসম বিমানবন্দরে স্থানীয় সময় ১০টা ১৫ মিনিটে অবতরণের কথা ছিল।

/এএ/
সম্পর্কিত
নাগার্নো-কারাবাখ সংকটঅস্ত্র জমা দিচ্ছে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা, মানবিক সংকট চরমে
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ মাসে সর্বনিম্ন
শিক্ষকদের ৩ দিনের ধর্মঘটে বন্ধ নেপালের ৩০ হাজার স্কুল
সর্বশেষ খবর
চাকরিতে প্রবেশ সীমা ৩৫ দাবি: মানবিক নাকি যৌক্তিক?
চাকরিতে প্রবেশ সীমা ৩৫ দাবি: মানবিক নাকি যৌক্তিক?
আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী
আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী
১০ জন নিয়েও নটিংহ্যামকে হারালো ম্যানসিটি
১০ জন নিয়েও নটিংহ্যামকে হারালো ম্যানসিটি
জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ নাইজার জান্তার
জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ নাইজার জান্তার
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র
ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
কক্ষ ছাড়তে বলায় হলের গেটে তালা দিলেন ছাত্রলীগ নেত্রী
কক্ষ ছাড়তে বলায় হলের গেটে তালা দিলেন ছাত্রলীগ নেত্রী
ইউরোপীয় পর্যবেক্ষক না আসার ঘোষণায় অস্বস্তি আ.লীগে?
ইউরোপীয় পর্যবেক্ষক না আসার ঘোষণায় অস্বস্তি আ.লীগে?